কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে আসতে চলেছেন এবারের অলিম্পিকে ডাবল পদক জয়ী অ্যাথলিট মানু ভাকের। সেখানেই তিনি জানালেন তাঁর অ্যাথলিট হওয়ার গল্প। জানা💝লেন কার ইচ্ছেয় তিনি অ্যাথলিট হয়েছেন।
আরও পড়ুন: 'কেউ কাউকে জোর করে শুতে বলে না', টিভির জগতে যৌন নিগ্রহ নেই, যা ঘটে সবটাই 'দুপক্ষে🌠র সম্মতি'তে! দাবি কাম্যার
কৌন বনেগা ক্রোড়পতিতে কী জানালেন মানু?
আগামী ৫ সেপ্টেম্বর কৌন বনেগা ক্রোড়পতি ১৬ এর মঞ্চে আসতে চলেছেন মানু ভাকের♔। অমিতাভ বচ্চনের বিপরীতে এই কুইজ শোয়ের হট সিটে দেখা যাবে এই ডাবল অলিম্পিক্স পদকজয়ী অ্যাথলিটকে। তাঁর সঙ্গে এদিন থাকবেন আমান শেরাওয়াত। অর্থাৎ যিনি সবথেকে অল্প বয়সে অলিম্পিক পদক জিতেছেন কুস্তিতে। তাঁদের এই বিশেষ পর্বের নাম দেওয়া হয়েছে জিত কা জশন।
আর সেই পর্ব সম্প্রচার হওয়ার আগে এর আগে কৌন বনেগা ক্রোড়পতি ১৪ তে যখন মানু এসেছিলেন সেই সময় তাঁর বলা কিছু কথা পুনরায় ভাইরাল হয়ে যায়। সেই সময় তাঁকে বলতে শোনা যায় তিনি তাঁর মায়ের ইচ্ছেতেই অ্যাথলিট হ🐼য়েছেন। তা𝓡ঁর মা তাঁকে সবসময় সাপোর্ট করে গিয়েছেন। মানু যখন ছোট ছিলেন তখন থেকেই তিনি স্কুল অ্যাথলেটিক্সে মন দিয়েছিলেন । এবং বিশ্বাস করতেন এই পথেই তিনি জয় পাবেন।
বড় হয়ে ম꧑ানুর লক্ষ্য হয়ে দাঁড়ায় অলিম্পিক্স। এবং সেখান থেকে স্বর্ণপদক আনার জন্য নিজেকে প্রস্তুত করেন। শ্যুটিং বেছে নেন। আর এই সমস্ত কিছুতেই পাশে পান তাঁর মাকে। প্রসঙ্গত মানু জানিয়েছিলেন তাঁর মা অ্যাথলিট হতে চেয়েছিলেন। কিন্তু সেই সুযোগ পাননি। তাই তিনি মেয়েকে পূর্ণ সমর্থন করেছিলেন নিজের লক্ষ্যে অবিচল থাকার জন্য। অবশেষে সেটার ফল প্যারিস অলিম্পিক্সে পেলেন মানু।