শুরু থেকেই চর্চায় রয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি-১৬’। আর এবার এই সিজনের প্রথম ক্রোড়পতি হলেন জম্মু-কাশ্মীরেরꦐ এক তরুণ। নাম চন্দ্র প্রকাশ। তাঁর সেই কোটি টাকা জেতার পরপඣরই চন্দ্র প্রকাশকে বুকে টেনে নেন সঞ্চালক Big B অমিতাভ বচ্চন। এই সিজনে প্রথম কোটি টাকা জিতে রেকর্ড গড়লেন চন্দ্র প্রকাশ।
১ কোটি জেতার জন্য ২২ বছরের চন্দ্র প্রকাশের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, 'এমন একটি দেশ যার বৃহত্তম শহরটি তার রাজধানী নয় কিন্তু সেই শহরের বন্দর একটা আরবি নামের একটা বন্দর যার অর্থ শান্তির আবাস। অপশান ছিল এ) সোমালিয়া বি) ওমান সি) তানজানিয়া ডি) ব্রুনাই। আর সঠি💫ক উত্তর হল তানজানিয়া। আর এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েই ১ কোটি টাকা জিতে নেন চন্দ্র প্রকাশ। সকলেই তখন হাততালি দিয়ে ওঠেন। আর সেসময় নিজের আবেগ ধরে রাখতে পারেননি খোদ বিগ বি। চন্দ্র প্রকাশে জড়িয়ে ধরেন তিনি। এদিকে চন্দ্র প্রকাশ অবশ্য ১ কোটি জেতার পরও শান্ত𒈔ই ছিলেন, বিশেষ উত্তেজনা তাঁর মধ্যে দেখা যায়নি।
১ কোটি জেতার পর 🌃একটা স্টাইলিশ SUV গাড়িও জিতে নেন চন্দ্র প্রকাশ।
এরপর চন্দ্র প্রকাশকে ৭ কোটির জন্য প্রশ্ন করবেন অমিতাভ বচ্চন। যদিও সেটি চ্যানেলের পোস্ট করা প্রোমোয় তুলে ধরা হয়নি। তবে এই ৭ টোকির প্রশ্নটি হল ১৮৫৭ সালে উত্তর আমেরিকায় জন্মান𒁏ো কোন ইংরেজ শিশুর নাম নথিভুক্ত হয় প্রথম? যদিও এই প্রশ্নের উত্তর জানা ꦕছিল না চন্দ্র প্রকাশের। অন্যদিকে কোনও লাইফ লাইন না থাকায় খেলা ছাড়ার সিদ্ধান্ত নেন চন্দ্র প্রকাশ।
প্রসঙ্গত, বছর ২২-এর চন্দ্র প্রকাশ জম্মু ও কাশ্মীর থেকে UPSC প্রার্থী। চন্দ্র প্রকাশ জানান, তিনি তাঁর জীবনে স্বাস্থ্য সংক্রান্ত নানান বাধার সঙ্গে লড়াই করেছেন। জন্মের সময় তাঁর অন্ত্রে ব্লকেজ ছিল। এখন পর্যন্ত তাঁর সাতটি অস্ত্রোপচার হয়েছে। তবে তারপরেও এখনও অন্ত্রের সমস্যা রয়েছে তাঁর। ডাক্তাররা তাঁকে অষ্♊টম অস্ত্রোপচারের কথা বলেছেন।