বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের কৌন বনেগা ক্রোড়পতি -১৬ এ সম্প্রতি ছিল মেগা পর্ব। ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সেখানে ১ কোꩵটি টাকা জেতার জন্য প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বাঙালি, আদিবাসী প্রতিযোগী বান্টি ভাদিভা। যদিও শেষপর্যন্ত ১ কোটির প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন বান্টি, ৫০ লক্ষ টাকা নিয়েই বাড়ি ফিরতে হয় ত꧒াঁকে।
কিন্তু বান্টিকে ১ কোটি টাকা জেতার জন্য কী এমন প্রশ্ন করেছিলেন অমিতাভ বচ্চন? প্রশ্নটি ছিল: ১৯৪৮ সালে, বাঙালি ভাস্কর চিন্তামণি কর 'দ্য স্টেগ' শিরোনামের জন্য এইগ🐷ুলির মধ্যে কোনটি জিতেছিলেন?
উত্তরের জন্য অফশন ছিল, A) পিথাগোরাস পুরস্কার, B) নোবেল 🍌পুরস্কার, C) অলিম্পিক পদক এবং D) অস্কার পুরস্কার। প্রশ্ন শুনে বান্টি ভাদিভা উত্তরের কথা ভাবতে থাকেন। তবে তখন তাঁর আর কোনো লাইফলাইন অবশ💟িষ্ট ছিল না। অবশেষে, তিনি খেলা ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নেন। এবং শুধুমাত্র ৫০ লক্ষ টাকা নিয়ে বিদায় নেন।
বান্টি শো ছাড়ার করার আগে এই প্রশ্নের উত্তর হিসাবে তাঁর অনুমান ছিল 'পিথাগোরাস পুরস্কার'। তবে সঠিক উত্তরটি ছিল 'অলিম্পিক পদক।' এরপ🐎র সঞ্চালক অমিতাভ বচ্চন বিষয়টি ব্যাখ্যা করে বলেন যে চিন্তামণি কর ১৯৪৮ সালে লন্ডন অলিম্পিকে অনুষ্ঠিত শিল্প প্রতিযোগিতায় নিজের শিল্পকর্মের জন্য রৌপ্য পদক জিতেছিলেন।
এই শোয়ের হাত ধরে বান্টি নিজের যাত্রার কথা বলেন, তাঁর কথায়, যে মুম্বাই পৌঁছে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্র ২৬০ টাকা ছিল। তবে কেবিসি তাঁর জ🧔ীবনকে বদলে দিয়েছে, তাঁর পকেটে এখন ৫০ লক্ষ টাকা রয়েছে।
৫ সেপ্টেম্বরের এই পর্বে ২০২৪ সালের প্যারিস অলিম্পিক পদক বিজয়ী মনু ভাকের ও আমান শেরাওয়াতকেও দেখানো হয়েছিল। যাঁরা শোতে সম্মিলিতভাবে ২৫ লাখ রুপি জিতেছেন। বচ্চন বান্টির প্রশংসা করে বলেন যে তিনি জ্ঞান ও প্রজ্ঞার চেতনাকে মূর্ত করে𒉰ছেন, আর তাই পটভূমি অতিক্রম করেছেন।