আরজি কর নির্যাতিতার হয়ে বিচার চেয়ে আন্দোলনরত ডাক্তারদের নানাভাবে পড়তে হয়েছে কুৎসার মুখে। বিশেষ করে, তৃণমূল কংগ্রেসের নেতা ও সমর্থরা নানাভাবে নানা সময়ে মৌখিক আঘাত হেনেছেন। রাজনীতির রংও লাগানোর চেষ্টা করেছেন সাদা কোটে। তবে, জুনিয়র চিকিৎসকরা প্রমাণ করেছেন তাঁরা মানুষের স্বার্থে। শুক্রবারই ত্রাণ নিয়ে বেরিয়ে পড়েছেন একাংশ। এতদিনে স্বাস্থ্য ভববনের সামনে চলা আন্দোলনে খাবার-পোশাক-জল পৌঁছে দিয়েছে হাজার হাজার মানুষ। এবার স♍াধারণ মানুষের সেই সাহায্যই পৌঁছে যাবে বন্যার্তদের কাছে।
শুক্রবার রাতের দিকে একটি পোস্ট শেয়ার করেন অভিনেতা-ডাক্তার কিঞ্জল নন্দ। প্রথম ছবিটি একটি টুরিস্ট বাসের সামনে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তররা। সামনে ব্যানারে লেখা, ‘আমাদের দাবি’। পরের ছবিতে দেখা গেল টোটো-তে ভর্তি খাবার। যা সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। একটা ভিডিয়োও দিয়েছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, লাইন দিয়ে খাবার সংগ্রহ করছেন বন্♒যার্তরা।
আরও পড়ুন: 'অ🔯নেক ধাক্কা খেয়েছি, লাথি খেয়েছি…' মুখোশধারীদের নিয়ে মুখ খুললেন𒈔 কৌশানী
প্রতিটা পোস্টেই ক্যাপশন ‘আমরা’ রেখেছেন তিনি। এক নেট-নাগরিক মন্তব্য করেছেন, ‘অনেক অনেক ভালোবাসা নিও তোমরা সকলে | আর এইভাবেই একটা সঠিক, স্বাস্থকর সমাজ নির্মাণে ꦅনিয়োজিত থেকো | পাশে ছিলাম, আছি, থাকবোও |’ অপরজনের মন্তব্য, ‘আপনাদের এই দৃঢ় প্রত্যয়, ঐক্য আমাদের অনুপ্রাণিত করেছে।’ তৃতীয়জন লেখেন, ‘আপনারূ যোদ্ধা… জনগণের তরফ থেকে অনেক ভালোবাসা, অভিনন্দন। খুব ভালো থাকো তোমরা। সাবধানে থাকবে। আমরা আছি আপনাদের সঙ্গে।’ তৃতীয়জন লেখেন, ‘ভলেন্টিয়ার লাগলে জানিও। আমরা পৌঁছে যাবো তোমাদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য।’
আরও পড়ুন: মশাল মিছিলের রাতে হঠাৎ দ𒉰ুর্য🌠োগ! আরজি কর নিয়ে অদম্য কলকাতা, ‘যতই আসুক বৃষ্টি ঝড়…’