এদিন কিরণ দত্ত ওরফে সোশ্যাল মিডিয়ায় যাঁকে সকলেই বং গাই বলে চেনেন তিনি একটি অদ্ভুত দাবি করে বসলেন। সেখানেই তিনি জানালেন তাঁর জন্যই নাকি ভারত থেকে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে। লিখেছেন⛄ আরও নানা কথা। তাঁর এই পোস্ট দেখে তাজ্জব হয়ে গিয়েছেন সকলেই।
কিরণ দত্ত কী লিখেছেন?
এদিন কিরণ তাঁর এܫক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে লেখেন যে তিনি যে দলকেই সমর্থন করেন সেই দলই নাকি বিভিন্ন ম্যাচ, লিগ বা খেতাব জিতছে। তিনি এটিকে নিজের সুপার পাওয়া✃র বলেও দাবি করেন।
এদিন কিরণ দত্ত তাঁর পোস্টে লেখেন, 'গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন করেছিলাম, আর্জেন্টিনা জিতেছিল। এই আইপ𝓰িএলে কেকেআরকে সমর্থন করেছিলাম কেকেআর জিতেছিল। ইস্ট বেঙ্গলের খেলোয়াড়দের সঙ্গে মজা করে একটা খেলা খেলেছিলাম, ওরা তার কিছুদিনের মধ্যেই সুপার কাপ জিতেছে। ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিলাম ভারতকে সমর্থন করতে, ভারতও জিতল। এটা কী সুপার পাওয়ার ভাই?'
কিরণের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় দারুণ൩𓆉 হইচই ফেলে দিয়েছে। নানা মানুষ নানা ধরণের মন্তব্য করেছেন। তিনি সাধারণত বিভিন্ন ধরণের মজার ভিডিয়ো, বা মজার পোস্ট বানান, সেখানে এমন পোস্ট দেখে কেউ কেউ বেশ অবাকও হয়েছেন।
কে কী লিখলেন?
এক ব্যক্তি লেখেন, 'ভারতীয় ফুটবল টিমকে সমর্থন করো তাতে যদি দলের কিছু হয়।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'পরের আরসিবি না তোমায় পাকড়াও করে নিয়ে যায়। ওদের তোমায় প্রয়োজন।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'সুপার পাওয়ার না হাতি! সময় ভালো ꦅযাচ্ছে খালি!' চতুর্থ ব্যক্তি লেখেন, 'বউ বা প্রেমিকার সঙ্গে তর্ক করে জিতে দেখাও তারপর বুঝব তোমার সুপার পাওয়ার।'