কিছুদিন আগেই প্রাক্তন প্রেমিক সায়ন্ত মোদকের নামে একগুচ্ছ অভিযোগ এনেছেন। জানিয়েছেন তিনি কী কী সহ্য করেছেন এইꦉ সম্পর্কে। তাঁর কথা শুনে তাঁর পাশে দাঁড়িয়েছেন দেবচন্দ্রিমা, প্রিয়াঙ্কা। তাঁরাও নিজেদের অভিজ্ঞতার কথা বলেছেন। এরই মাঝে কী লিখলেন ൲কিরণ?
আরও পড়ুন: 'এটুকুই তো আবদার' বলে দোলে একি কাণ্ড ঘটালেন 𒐪অঙ্কুশ! জিয়াগঞ্জের রাস্তায় অরিজিৎকে পাকড়াও করে চলল হোলি খেলা
কী লিখেছেন কিরণ?
এদিন কিরণ মজুমদার তাঁর ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন। সেখানে কোথাও তাঁকে মন্দিরের বাইরে বসে থাকতে দেখা যাচ্ছে, তো কোথাও আবার একাকী মুম্বইয়ের বিচে বসে আছেন। প্রসাদ হাতে ছবি সহ হোলিকা দহনের ছবিও পোস্ট করেছেন এই মডেল। সঙ্গে একটি বিশেষ লেখাও লিখেছেন। সেখানেই তিনি জানান, ' আপনারা সবাই যেভাবে আমার পাশে আমার পরিবারের মতো দাঁড়ালেন, আমায় শক্তি জোগালেন যখন মনে হচ্ছিল যে আমি হেরে যাচ্ছে সেটা আমি ভাষায় ব্যাখ্যা করতে পারব না। আপনারা যাঁরা আমার পাশে বন্ধু, বোন, সন্তানের মতো পাশে থাকলেন তাঁদের সবাইকে ধন্যবাদ। জীবনের এই অন্ধকার সময় আপনারা সবাই আমার আলো হয়ে ছিলেন।🎶 যখন 𓄧মনে হচ্ছিল আমি পথ হারিয়ে ফেলেছি আপনারা আমার হাত ধরে রাখলেন, বোঝালেন আমি একা নই। আমি ভুল নই।'
কিরণ এদিন আরও লেখেন, 'আমি জানি আমার অনেক ভুল ত্রুটি আছে। আমি মানুষ। কিন্তু সেগুলো এত বড় কিছু নয় যার জন্য আমায় এভাবে দোষারোপ করা হবে। ভাষা, মিথ্যা দোষারোপ শক্ত ঠে শক্ত মনকে ভেঙে চুরমার করে দিতে পারে। কিন্তু এই অপবাদগুলোকে আমার♋ আমিকে বোঝাতে দেব না।'
আরও পড়ুন: মেয🦩়েকে সঙ্গে নিয়ে প্রথম দোল! রঙিন দিনে 'কমরেড' ♕অনিন্দিতাকে খোলা চিঠি সুদীপের, কী লিখলেন?
তিনি তাঁর এই পোস্টে পরিশꦍেষে লেখেন, 'আমি বলব না যে আমি একদম ঠিক আছি। আমার মন ভারী হয়ে আছে। আমি ক্লান্ত। ❀কিন্তু আমি চেষ্টা করছি। আমি প্রতিদিন চেষ্টা করছি ঘুরে দাঁড়ানোর। এগিয়ে চলার। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।'