কিরণ খের ২০২০ সালে মাল্টিপল মায়লোমা নামে এক ধরনের ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তিনি সম্প্রতি ক্যানসারের সঙ্গে তাঁর দীর্ঘ এবং কঠিন লড়াইয়ের নানা কথা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন কীভাবে মারাত্মক চিকিৎসার মধ্য দিয়ে তাঁকে যেতে হয়েছে। কিন্তু তাঁর মধ্যেও তিনি নিজের কাজ চালিয়ে গিয়েছেন, এতখানি শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্যেও ত🐼িনি ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’-এর বিচারক হিসাবে তাঁর ভূমিকায় অবিচল ছিলেন। কখনই শোয়ের কাজে অব্যহতির কথা তিনি ভাবেনি। .
নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে কিরণ খের জানিয়েছেন যে, তিনি ক্যানসারের চিকিৎসা চলাকালীন সময় অভিনয় থেকে দূরে সরেছিলেন। শুধুমাত্র তাঁর নিজের শহ𒀰র চণ্ডীগড়ে থাকার সময় ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’-এর বিচারক হিসেবে কাজ করেছিলেন।
আরও পড়ুন: ‘আমি কি মুটিয়ে যাচ্ছি?’ বরকে সটান প্রশ্ন ক্যাটরিনার, কী জবাꦫব দেন ভিকি
তিনি জানান যে, তিনি শোটি করারা জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তবে ছবির কাজ সহ অন্যান্য কাজ তিনি এড়িয়ে গিয়েছিলেন ওই সময়। কারণ সেই সময় তাঁকে কঠিন চিকিৎসার মধ্য দিয়ে যেতে হচ্ছিল। তাঁর মধ্যেও তিনি ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’-এ তাঁর কাজ চালিয়ে যাচ্ছিলেন কেবল মনꦉে জোরে। কারণ 🦹তাঁদের বিপদে ফেলে তিনি শোটি ছেড়ে দিতে পারেননি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সবাই ভয় পায় যে একদিন ক্যানসার বা সেটার মতো ভয়ঙ্কর কোনও রোগ হতে পারে। কিন্তু যখন তা ঘটে, তখন সেটা মেনে নꩲেওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া সহ ক্যানসারের চিকিৎসা রোগটার থেকেও অনে🃏ক বেশি কষ্টকর। বিশেষ করে প্রথম ছয় থেকে আট মাস আমার খুব কঠিন মনে হয়েছিল, সেই সময় আমি আমার জীবনের সব ভার ভগবানের হাতে ছেড়ে দিয়েছিলাম, আমি বিশ্বাস করতাম যে এটা আমার একার লড়াই নয়, ঈশ্বর আমার সঙ্গে রয়েছেন।'
আরও পড়ুন: ‘ইমার্জেন্সি🍰’ মুক্তি না পাওয়ার জন্য🤡 ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করলেন কঙ্গনা!
দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। চিকিৎসা চলাকালীন সময় কিরণ ঈশ্বরের প্রতি গভীর ভাবে আস্থা রেখেছিলেন। অনেকেই বলেন যে ঈশ্বরই জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করেন, তিনি যা করেন ভালোর জন্যই করেন। আর সেই বিশ্বাস কিরণকে শ🎉ক্তি জুগিয়ে ছিল। তিনি আরও জানান যে, ক্যানসারের সঙ্গে তাঁর যুদ্ধ এখনও🥃 শেষ হয়নি। কারণ বর্তমানে তিনি আগের থেকে অনেকটা সুস্থ হয়ে উঠলেও তাঁর চিকিৎসা এখনও চলছে। তিনি বলেন, ‘এখনও চিকিৎসকরা বলেননি আমাকে যে, 'আপনি ক্যানসারকে হারিয়ে দিয়েছেন'। তাঁরা এখনও চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। কিছু দিন ছাড়া ছাড়া এই চিকিৎসা থেকে একটা লম্বা বিরতি মেলে, কিন্তু আমার এই চিকিৎসা বছরের পর বছর ধরে চলবে।'