কাজ থেকে বিরতি নিয়ে🔴ছিলেন কণীনিকা বন্দ্যোপাধ্যায়। শিরদাঁড়ায় গুরুতর জটিলতা দেখা দিয়েছℱিল তাঁর। চেন্নাইয়ে হয় অস্ত্রোপচার। আপাতত কিছুটা হলেও সুস্থ অভিনেত্রী। ফিরেছেন বাড়িতে।
অস্ত্রোপচারের পর বিশ্রামে কণীন♛িকা। কিন্তু তাঁর কণ্ঠস্বর এখনও পুরোপুরি ফিরে আসেনি। বুধবার লাইভে এ বিষয়ে অনুরাগীদের বিস্তারিত জানান অভিনেত্রী। মুখে হাসি ধরে রেখে তিনি বলেন, 'আমি ডিপ্রেশনে যায়নি। আজ একটু ভালো করে কথা বলতে পারছি বলে তোমাদের সঙ্গে লাইভে আসা। এর আগে আমার গলা দিয়ে শুধুই হওয়া বেরচ্ছিল... সবে একটা মাস হয়েছে। আশা করি আরও এক-দু'মাসের মধ্যে আমার গলা ফেরত আসবে।'
এখন বেশি কিছু দিন কাজ করবেন না কণীনিকা। সহচরী-হীন 'আয় তবে সহচরী'। তাই ধারাবাহিকটিকে বন্🎃ধ করার সিদ্ধান্ত নির্মাতাদের। মন খারাপ অভিনেত্রীর। কিন্তু শারীরিক অবস্থার কারণে বিশ্রামে থাকতে হচ্ছে তাঁকে।
সার্জারির পর থেকে কণীনিকার ভয়েজ এবং ফিজিওথেরাপি চলছে। বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে তাঁকে। পাঁচ মিনিটের বেশি কথা বলা বা যে কোনও ভারী জিনিস তোলা বারণ তাঁর। এমনকী কিয়াকেও (কণীনিকার কন্যা) কোলে নিতে পারবেন না তিনি।(আরও পড়ুন: আচমকাই শেষ হচ্ছে সহচরীর সফর! মন খারাপ স্যান্ডোকুমারের, কবে শেষদিনের সম্প্রচার?)
দুঃসময়ে পরিবার এবং অনুরাগীদের পাশে পেয়েছেন। কণীনিকার বিশ্বাস, যাবতীয় জটিলতার সঙ্গে লড়াই করে খুব শীঘ্রই তিনি ফিরে আসবেন। অনুরাগীদের উদ্দেশে তিনি বললেন, 'আমাকে আমার কণ্ঠস্বর ফিরে পেতেই হবে। আমার ভিতরে যে স্বর ছিল সেটা ফিরে আসবে এবং আমি তোমাদের কাছে ফিরতে পারব। কাজ নিয়ে ফিরতে পারব। আবার তোমাদের বিনোদন দিতে পারব।'(আরও পড়ুন: দিন পর হাসপাতাল থেকে ছুটি, শিরদাঁড়ায় অস্ত্রোপচারের পর কেমন আছেন কনীনিকা?)
ভেঙে পড়েননি কণীনিকা। চালিয়ে যাচ্ছেন লড়াই। তাঁর 𒉰কথায়, 'আমাদের🔜 লড়াই চিরন্তন। লড়ব বলেই এই পৃথিবীতে আসা। তাই হেরে গেলে চলবে না।'