সূচনাটা হয়েছিল ২০১৬ সালে। ‘এ ডেথ ইন দ্য গুঞ্জ’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে হাতেখড়ি হয় কঙ্কনা সেন শর্মার। দীর্ঘ বিরতির পর তিনি আবার এই বছর ‘লাস্ট স্টোরিজ ২’ -এর একটি অংশের পরিচালনা করেন। এই সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই তুল প্রশংসিত হয়েছে। কঙ্কনা সেন শর্মার পরিচালিত অংশটি।♒ তিনি পরিচালক হিসেবে যে কতটা সুদক্ষ সেটা নিয়েও শুরু হয়েছে চর্চা। এবার পরিচালনার বিষয়ে কথা বললেন খোদ কঙ্কনা সেন শর্মা।
পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন যে তিনি কেন এতদিন পর আবার কিছু পরিচালনা করলেন। কেন পরিচালক হিসেবে দীর্ঘ বিরতি নিয়েছিলেন সেটাও স্পষ্ট করে দিলেন। কঙ্কনার কথায়, 'আসলে আমার অভিনয় করা বা পরিচালনা করার কোনও পরিকল্পনা ছিল না আমার। কিন্তু ডেথ ইন ཧদ্য গুঞ্জ তখন হয়েছিল কারণ একটা গল্প আমার মাথায় ঘুরঘুর করছিল। আর গল্পটা নিয়ে আমি ভীষণ অবসেসড ছিলাম। এরপর আমার ছেলে হওয়ায় আমি এমনই কাজ করা কমিয়ে দিই। অভিনয় খুব কম করছিলাম। আর এমনটা একদমই নয় যে পরিচালনা করার জন্য আমি মুখিয়ে ছিলাম। একদিকে আমার ছেলে আরেকদিকে অভিনয়। দুটো নিয়েই ব্যস্ত ছিলাম। এরপর তো লকডাউন হয়ে যায়।' তিনি কথা প্রসঙ্গে আরও বলেন, 'আমি মাঝে সাঝেই পরিচালনা করতে চাই। যখন আমার কিছু বলার থাকবে তখনই পরিচালনা করব।'
তাঁকে যখন জিজ্ঞেস করা হয় কোন জিনিসটা তাঁকে ছবি বানাতে উৎসাহ 🌊দেয় তার উত🃏্তরে অভিনেত্রী বলেন, 'কোনও ভাবনা। কোনও গল্প যেটা আমি বলতে চাইছি।'
কখনও কোনও ছবির গল্প লিখতে গিয়ে নিজের তাতে অভিনয় করার ইচ্ছে হয়েছে? হলে কীভাবে নিজেকে দূরে রাখেন তার থেকে কঙ্কনা? এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমি কখনই আমার পরিচালিত ছবিতে অভিনয় করার জন্য উদগ্রীব হয়ে থাকি না। তবে গল্প লেখার সময় এই চরিত্রগুলো কিন্তু আমারই অংশ হয়। ফলে আমি তাদের সঙ্গে রিলেট করতে পারি। কিন𝓰্তু তার জন্য আমি তাতে অভিনয় করতে চাই এমনটা একদমই নয়। আমার ভীষণ স্বচ্ছ একটা পরিকল্পনা, ভাবনা থাকে যে আমি ঠিক কী দেখতে চাইছি আর কতটা দেখাতে চাইছি।' তিনি আরও বলেন, 'আর আমি প্রতিবারই ভীষণ ভালো অভিনেতাদের পেয়েছি। ফলে তাঁদের আমার ভাবনা বোঝাতে আমার কোনও অসুবিধা হয়নি। সেই কমিউনিকেশন সবসম﷽য় ছিল আমাদের।'