🌺 'হিরোপান্তি' ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেন কৃতি শ্যানন। দেখতে দেখতে বলি ইন্ডাস্ট্রিতে এক দশক পার করে ফেলেছেন অভিনেত্রী। কৃতির মতো তাঁর বোনও অভিনয় দুনিয়াতে নিজের কেরিয়ার গড়ছেন, তবে সেভাবে প্রতিষ্ঠিত হতে পারেননি নুপূর। এদিকে দুই বোন অভিনেত্রী হলে তুলনা চলে আসে বৈকি। আর তাই নিজেদেরই আত্মীয়দের নিশানায় ছিলেন কৃতি-নুপূর। সম্প্রতি সেবিষয়েই এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন কৃতি।
🐟 দুই বোনকে একে অপরের সঙ্গে তুলনা তাঁদের সম্পর্ককে কি প্রভাবিত করেছে?
🍌 এপ্রশ্নের জবাবে কৃতি বলেন, ‘আমাদের পরস্পরের প্রতি অনুভূতি এতটুকুও বদলায়নি। আমার মনে হয় না এই তুলনায় আদৌ কিছু হয়েছে বলে। আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি, তখন নূপুর খুব ছোট। ও তখন মুম্বইতে থাকত না। তখনই আমি কিছু আত্মীয়কে আমাদের সঙ্গে অন্যরকম আচরণ করতে দেখেছি। যেটা আমাকে খুব বিরক্ত করত, খুব রাগ হত। এমনকি দুই বোনকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দিতে চেয়েছিলেন অনেকেই।’
ꦇ কৃতি আরও বলেন, 'আমরা যখন ওই আত্মীয়দের বাড়ি যেতাম, ওঁরা আমাদের দুজনের সঙ্গে আলাদারকম আচরণ করত। এমনকি আমাদের জন্মদিনেও আমাকে এবং নূপুরকে আলাদারকম ভাবে শুভেচ্ছা জানানো হত। এটা আমার কাছে অপরিণত মনের কাজ বলে মনে হত। আমার ছোট বোন হওয়া সত্ত্বেও ও খুবই পরিণত মনের ছিল। এমনকি কোনও ঘটনা যদি ওকে আঘাতও করত, তাহলেও ও বুঝতেও দিত না।
🌌আরও পড়ুন-৬ মাসের শিশুকন্যার গালে গাল, ছেলে-মেয়েকে নিয়েই কেক কাটলেন পরীমনি, তবু কেন চোখে জল?
♔আরও পড়ুন-দেবের ডাক! ‘টেক্কা’ দেখতে হাজির সোহিনী-সুদীপ্তা-অনীক দত্ত-কমলেশ্বররা, দেখা নেই স্বস্তিকার
কৃতি-নুপূরের কাজ
𓂃২০১৪ সালে ‘হিরোপান্তি’ ছবির হাত ধরে বলিউডে পা রাখার পর ‘বরেলি কি বরফি’, ‘মিমি’, ‘লুকাছুপি’, 'আদি পুরুষ', 'শেহজাদা', 'গণপথ' ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ সহ বহু ছবিতে অভিনয় করে ফেলেছেন কৃতি। পুরস্কার, সাফল্যও এসেছে। 'মিমি' ছবিতে অভিনয়ের জন্য কৃতি সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কারও জিতেছেন কৃতি। খুব শীঘ্রই ‘দো পাত্তি’ ছবিতেও দেখা যাবে তাঁকে।
ܫ অন্যদিকে ২০১৯ সালে অক্ষয় কুমারের মিউজিক ভিডিও 'ফিলহাল'-এর মাধ্যমে বলিউডে পা রাখেন নূপুর। তিনি ডিজনি + হটস্টার শো ‘পপ কৌন’? এবং গত বছর তেলুগু ছবি ‘টাইগার নাগেশ্বর রাও’-এ দেখা গিয়েছে নুপূরকে। শীঘ্রই তাঁকে 'নুরানি চেহরা'র হাত ধরে বলিউড ডেবিউ করতে দেখা যাবে তাঁকে।