বলিউডের সঙ্গে কেআরকে-র সম্পর্ক ঠিক যেন সাপে নেউলে। হাতে গোনা কয়েকটি ছবি আছে যা তꦐিনি প্রশংসা করেছেন। বরং, বেশিরভাগ ক্ষেত্রেই নিন্দের ঝুলি খুলে বসেন। আর সেই ছবিগুলো যদি তিন খান শাহরুখ, সলমন এবং আমিরের কাছ থেকে আস🧜ে তাহলে তো কথাই নেই। তবে বিস্ফোরক সব টুইটের কারণে তাঁকে জড়াতে হয় আইনি ঝামেলাতেও। দায়ের হয় তাঁর নামে এফআইআর। সে কারণে নতুন বছরের শুরুতেই দিলেন দেশ ছাড়ার হুমকি।
কেআরকে টুইটারে লিখলেন, ‘অবশেষে আমি ভারতে থাকা আমার সব ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিলাম এবং দেশে থাকা নিজের সব সম্পত্তিও বেচে দিয়েছি। এখন শুধু🃏 মুম্বইয়ের বাড়ি আর অফিস আছে। ওই দুটোও বিক্রি করে দেব জলদি। এটা করলাম কারণ আমার উপরে হওয়া মিথ্যে মামলায় আমি জর্জরিত। কারও অধিকার নেই পুলিশ বা আইনি ব্যবস্থাকে ভুলভাবে ব্যবহার ༺করার।’ নিজের এই টুইটে তিনি ট্যাগ করেন অমিত শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও মুম্বই পুলিশকে
টুইটারের এই থ্রেডেই তিনি যোগ করেন, ‘পৃথিবীর কোনও জায়গায় কাউকে টুইট করানোর কারণে জেলে পাঠানো হয় না, একমাত্র ভারতবর্ষ ছাড়া। কীভাবে পুলিশ পারে কারও নামে ৩ খানা এফআইআর নিতে পৃথক পৃথক টুইটের কারণে, যেগুলো ২০১৬, ২০১৮, ২০১৯, ২০২০ সালেཧ করা হয়েছিল।’
প্রসঙ্গত, আপাতত কেআরকে-র নিশানায় শাহরুখের পাঠান। এই ছবি নি🐲য়ে একাধিক টুইট করে চলেছেন ত🦄িনি। এই তো মঙ্গলবারই কেআরকে দাবি করে বসেন সিনেমার ‘পাঠান’ নামটাই নাকি বদলে দেওয়া হবে। সঙ্গে বেশরম রং গান থেকে বাদ পড়বে দীপিকতার গেরুয়া বিকিনির শট। যদিও বুধবার তরণ আদর্শ টুইট করে জানান, পাঠান নাম অপরিবর্তিত থাকছে। এবং ১০ জানুয়ারি আসবে ট্রেলার।
এর আগেও এমন ‘ভুয়ো’ দাবি এসেছে কেআরকে-র টুইট থেকে। তা সে কখনও করণ জোহর আত্মহত্যা করতে চেয়েছিলেন বলে দাবি তোলা হোক বা সলমনের পানভেলের ফার্ম হাউজ নিয়ে বিতর্কিত মন্তব্য। ইতিমধ্যেই কেআরকে-র নামে মানহানির 💧মামলা করা আছে। ২০২২-এর শেষে কেআরকে-র বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেছিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। খুব সম্ভবত সেই মামলার কথা বলেই দেশ ছাড়ার ‘হুমকি’ এল।