স্বঘোষিত ফিল্ম সমালোচক কমল রশিদ খানের বিরুদ্ধে মুম্বই হাইকোর্টে মানহানির মামলা করেছে💧ন সলমন খান। মঙ্গলবার টুইটারে কেআরকে জানালেন, সলমন খান তার ওপর মানহানির মামলা ঠুকেছেন। সলমন খানের উকিলদের তরফে আইনি নোটিশ গিয়েছে তাঁর বাড়িতে।
এরপর নিজের অ্যাকাউন্টে একাধিক টু💮ইটের বন্যা বইয়ে দেন KRK। একটি টুইটে তিনি লেখেন, ‘প্রিয় সলমন খান, এটা আপনার হতাশা আর নিরাশা বোঝাচ্ছে। আমি রিভিউ করি আমার দর্শকদের জন্য। আপনারও উচিত 🦩আরও ভালো ছবি করা আমায় এভাবে মানহানির নোটিশ পাঠানোর বদলে। আমি সত্যের জন্য লড়ব। ধন্যবাদ আমার বিরুদ্ধে মামলা করার জন্য।’
ঠিক তারপরই KRK টুইট করেন, ‘‘আমি এর আগেও বলেছি আমি কোনও প্রযোজক বা অভিনেতার ছবির রিভ𒉰িউ করব না, যদি সে﷽ আমায় না করে। সলমন খান ওঁর ‘রাধে’ ছবির রিভিউর জন্য আমার বিরুদ্ধে মামলা করেছে। এঁকে খুব প্রভাবিত করেছে আমার রিভিউ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের পর থেকে সলমনের কোনও ছবির রিভিউ করব না।’’
এমনকী নিজের টুইটের সলমনের বাব💜া সলিম খানকেও ট্যাগ করেছেন কমল রশিদ খান। লিখেছেন, তাঁর কোনও উদ্দেশ্য ছিল না সলমনের ভাবমূর্তি বা ছবির বাজার নষ্ট করার। প্রসঙ্গত, বৃহস্পতিবার দায়রা কোর্টে হাজিরা দিতে হবে KRK-কে।