সলমন তাঁ💃র বিরুদ্ধে মানহানির মামলা করার পর পরপর টুইট করে গিয়েছিলেন ‘স্বঘোযিত সেরা’ চলচ্চিত্র সমালোচক কামাল রশিদ খান। তখনই এক টুইটবার্তায় দাবি করেছিলেন, এবার থেকে তিনি আর সলমনের কোনও ছবি নিয়ে রꦦিভিউ করবেন না। এমনকী, সলমনকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘এসব জিনিসে (মানহানির মামলা) সময় নষ্ট না করে, ভালো ছবি বানান।’ তবে ২৪ ঘণ্টা যেতে না যেতেই ফের ভোল বদল হল তাঁর। এবার KRK টুইট করে জানালেন, ‘সলমন পা ধরে তাঁকে নিষেধ করলেও তিনি সলমনের ছবির রিভিউ করবেন’।
গতকাল, বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। যদিও কামাল রশিদ খান আদালতকে দেওয়া বয়ানে জানিয়েছিলেন, সলমন 💧খানের নামে আগামী শুনানি পর্যন্ত সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় কোনওরকম অবমাননাকর মন্তব্য করবেন না। তবুও একটি ট✃ুইট করে বসেছেন সলমন খানকে নিয়ে। যেখানে তিনি লিখেছেন, ‘সাধারণত প্রযোজক, পরিচালক বা অভিনেতা অনুরোধ করলে আমি তাঁদের ছবি নিয়ে কোনও রিভিউ করি না। কিন্তু এখন এই মানুষটা যতই আমাকে অনুরোধ করুক বা আমার পা ধরুক আমি ওঁর প্রতিটা গান, প্রতিটা ছবির রিভিউ করব। সত্যমেব জয়তে। জয় হিন্দ।’
২৬ মে KRK জানিয়েছিলেন, সলমন তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছে। যার কারণ তাঁর করা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর জঘন্য রিভিউ। যদিও তারপর সলমনের Legal Team-এর পক্ষ থেকে জানানো হয়, ‘রাধে’র রিভিউর জন্য নয়, কামাল রশিদ খানের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে অন্য কারণে। জানানো হয়, ‘‘এই মামলা করা হয়েছে, কারণ KRK একাধিকবার সলমন খানের নামে মিথ্যা অভিযোগ এনেছেন এবং তাঁকে ভুয়ো এবং দুর্নীতিপরায়ণ বলে কটাক্ষ করেছেন। বলেছেন সলমন এবং ওঁর ব্র্﷽যান্ড Being Human আর্থিক তছরূপ, জালিয়াতির সঙ্গে যুক্ত। এবং সলমন ও তাঁর প্রযোজনা সংস্থা সলমন খান ফিল্মস 'ডাকাত'।’’