বাংলা টেলিভিশনের মুকুটহীন রানি তিনি, তাঁর লেখা গল্প জাতীয় স্তরেও সুপারহিট। তাই তো ‘শ্রীময়ী’ থেকে শুরু করে ‘খড়কুটো’র মতো মেগা সিরিয়ালের হিন্দি রিমেক (অনুপমা, কভি কভি ইত্তেফাক সে) তৈরি হয়েছে। তবে এবার মৌলিক গল্প নিয়ে স্টার প্লাসের জন্য নতুন মেগা সিরিয়াল তৈরি করেছে লীনা গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টস। নাম ‘ঝনক’। কলকাতায় শু🌞রু হল সেই সিরিয়ালের শ্যুটিং। এই সিরিয়ালে 'হিরো' অনিরুদ্ধের ভূমিকায় থাকছেন বাংলা সিরিয়ালের হার্টথ্রব নায়ক ক্রুশল আহুজা (অনিরুদ্ধ বসু)। আর গল্পের নায়িকা অর্থাৎ কাশ্মীরি কন্যে ‘ঝন🍃ক’-এর চরিত্রে দেখা যাবে হিবা নবাবকে (Hiba Nawab)।
‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার এই সিরিয়ালের মূল শ্যুটিং হবে মুম্বইতেই। তবে গল্পে রয়েছে কাশ্মীর আর কলকাতার ছোঁয়াও। কারণ হিরো বাঙালি। তাই লীনার এই মৌলিক গল্পের শ্যুটিং শুরু হল তিলোত্তমায়। কুঁদঘাটের কাছের এক স্টুডিও-তে জোরকদমে চলছে শ্যুটিং। লাল পাঁচিলেঘেরা বনেদী বাড়ি, তার🐻 অন্দরের বিশাল সেট। চারিদিক সাজানো গাঁদা ফুলের মালায়, ধুনোর গন্ধে মাতোয়ারা গোটা সেট। মনসাপুজোয় মেতে উঠেছে বসু পরিবার। সেই আমেজের সঙ্গেই তাল মিলিয়ে সকলের পরনে সাবেকি পোশাক। মেয়েরা সেজেছেন হলুদ শাড়ি আর সালোয়ারে, পুরুষদের পরনেও শাশ্বত বাঙালিয়ানার ঝলক।
কেমন হবে ঝনক-এর গল্প?
কাশ্মীর উপত্যকায় বেড়ে ওঠা প্রাণোচ্ছ্বল মেয়ে ঝনক। পাহাড়ের আঁকাবাঁকা পথেই অনিরুদ্ধর সঙ্গে হঠাৎ দেখা তাঁর। পে꧟শায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ। বিদেশে ঘর বাঁধার স্বপ্ন তাঁর, বিয়েও ঠিক হয়ে গিয়েছে আরশি (চাঁদনি শর্মা)-র সঙ্গে। তবে ভাগ্যের পরিহাস এমনই যে ঝনককে বিয়ে করতে বাধ্য হবে অনিরুদ্ধ। তারপর কোন খাতে বইবে তাঁদের জীবন, সেই নিয়েই এগোবে ঝনক-এর গল্প।
শুরুতে অনেকেই দাবি করেছিলেন ‘জল নূপূর’-এর হিন্দি রিমেক এই ধারাবাহিক, তবে তেমনটা মানতে না-রাজ প্রযোজনা সংস্থা। এই সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন অঙ্কিতা চক্রবর্তী। ‘ইন্দ্রাণী’ খ্যাত অভিনেত্রীকে এখান🦩ে দেখা যাবে বসু পরিবারের অটিজমে আক্রান্ত মেয়ের ভূমিকায়। হিন্দুস্তান টাইমস বাংলাকে অঙ্কিতা জানান, ‘এটা একটা ফ্যামিলি ড্রামা, আমার চরিত্রটা স্পেশাল চাইল্ডের চরিত্র, কলকাতায় তিন শ্যুট হয়েছে, এরপর কাশ্মীরে শ্যুটিং হবে। বাকিটা মুম্বইতে শ্যুট হবে। এটা বাঙালি এবং কাশ্মীরী দুই পরিবারের গল্প। পুরো চিত্রনাট্য হিন্দিতেই। এর বেশি এখনই কিছু বলতে পারব না’।
এই হিন্দি সিরিয়ালে দেখা মিলবে একঝাঁক বাঙালি অভিনেতা-অভিনেত্রীর। তবে নিঃসন্দেহে সবচেয়ে বড় চমক হ💧তে চলেছে খলনায়কের চরিত্রে ঋষি কৌশিকের উপস্থিতি। ‘এখানে আকাশ নীল’, ‘কুুসুম দোলা’, ‘কোড়া পাখি’র নায়ককে প্রথমবার ভিলেন হিসাবে দেখবে দর্শক। তাঁর চরিত্রের নাম তেজাস কুমার। এছাড়াও ভরত কল, পত্রালি চট্টোপাধ্যায়, সুচিস্মিতা চৌধুরীদের দেখা যাবে এই মেগা সিরিয়ালে। খবর, আগামী সপ্তাহেই এই সিরিয়ালের শ্যুটিংয়ে কাশ্মীর উড়ে যাবেন ক্রুশল-সহ টিমের বেশকিছু সদস্য। কবে থেকে শুরু হবে এই সিরিয়ালের সম্প্রচার? সূত্রের খবর, চ্যানেলের তরফে এখনও সম্প্রচারের তারিখ নিয়ে কিছু জানানো হয়নি। তবে অক্টোবর বা নভেম্বর মাসেই অন-এয়ার হবে এই মেগা সিরিয়াল।