সম্প্রতি কুণাল ঘোষ স্বস্তিকা মুখোপাধ্যায় এবং মৌসুমী ভট্টাচার্যর বিরুদ্ধে মুখ খুলেছিলেন। একজন উৎসবে নামব না বলেও ছবির প্রচার করেছেন, মানুষের আবেগকে ব্যবহার করছඣেন বলে দাবি করেন তৃণমূলের মুখপাত্র। আরেকজন প্রকাশ্যে তাঁকে এবং দেবাংশুকে কটাক্ষ করায় একহাত নেন। তবে সেসব অতীত। এবার কুণালের নিশানায় অভিনেত্রী দেবলীনা দত্ত। কিন্ܫতু কী ঘটালেন অভিনেত্রী?
আরও পড়ুন: ৩ মাসেই দ্বিতীয় সন্তানকে হারান গোবিন্দা! মেয়ের মৃত্🃏যুর প্রসঙ্গে অভিন𓆉েতার স্ত্রী কী বললেন?
দেবলীনাকে নিয়ে কী লিখলেন কুণাল?
দেবলীনা দত্ত সম্প্রতি জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে গিয়েছিলেন। সেখানে গিয়ে তাঁকে মাইক হাতে স🅰্লোগান দিতেও দেখা যায়। আর সেখানেই একটি স্লোগানে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ' পুলিশের গালে গালে/ জুতো মারো তালে তালে / প্রশাসনের গালে গালে / জুতো মারো তালে তালে।' তাঁর এই স্লোগানকে কটাক্ষ করেই এদিন পোস্ট করেন কুণাল ঘোষ।
এবার পুলিশ, প্রশাসনকে প্রকাশ্যে চড় মারার কথা বলা যায় কিনা সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে তিনি এদিন অভিনেত্রীকে বিদ্রুপ করে দায়িত্বশীল, নিরপেক্ষ অর🎃াজনৈতিক অভিনেত্রী বলেও দেগে দেন।
বর্তমান🐬ে কুণাল ঘোষের এই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছ। ব☂হু মানুষ তাতে মন্তব্য করেছেন। কেউ কুণালকে সমর্থন করেছেন, কেউ দেবলীনাকে। এক ব্যক্তি লেখেন, 'এটা প্রতিবাদের ভাষা? এখনই বয়কট করা উচিত এদের।' আরেকজন লেখেন, 'এটা প্রতীকী প্রতিবাদ। বলছে মানেই কেউ পুলিশ প্রশাসনের গায়ে হাত তুলবে না।'
আরজি করের লাস্ট আপডেট কী?
আরজি কর কাণ্ডের লাস্ট আপডেট সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন তাঁদের দাবি যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে তাঁদের ধর্ন🍌া এবং কর্মবিরতি দুই চলবে ।