লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মধ্যে কোন্দল দেখা গেল ফের একবার। দিনকয়েক আগেই শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যান বন্দ্যো🔥পাধ্যায় গাড়ি থেকে নামিয়ে দেন কাঞ্চন মল্লিককে। স্পষ্ট জানিয়েছিলেন, তিনি থাকলে অসন্তুষ্ট হচ্ছে মহিলারা। আর এবার মিঠুন-প্রসঙ্গে দেবকে আক্রমণ করলেন কুণ🍌াল ঘোষ।
দলনেত্রী মিঠুন চক্রবর্তীকে ‘গদ্দার’ বলায় হালকা প্রতিবাদ এসেছিল দেবের থেকে। আর এবার তারই পালটা জবাব দিলেন কুণাল। তাঁকꦐে বলতে শোনা গেল, ‘বিশ্বাসঘাতকরা আমাদের নেতা-নেত্রী-দলের বিরুদ্ধে কুৎসা করলেও তাদের সঙ্গে ব্যক্তিগত আদিখ্যেতা করে নিজের ইমেজকে সর্বপন্থী উদার রাখার চেষ্টার 𓆉নাম সৌজন্য।’
ভোটের প্রচার হোক বা জনসমাবেশ, বিগত ১০ বছরে🐈 দেবের মুখে সামান্য কটুক্তি শোনেনি কেউ। দলের বা বিরো🀅ধী দলের, কোনও নেতা-মন্ত্রীকে আক্রমণো করেননি। কথা বলেছেন, নানা সমস্যা নিয়ে। কিন্তু তাতে ছোট করেননি কাউকে। কদিন আগে তো গান্ধীগিরিরও পথ নেন। বিমানবমন্দর থেকে তাঁকে বেরোতে দেখে কিছু মানুষ ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে উঠেছিল। সোজা গিয়ে তাঁদের জড়িয়ে ধরেন দেব। এমনকী, রাম নবমীতে পুজোও করেন তিনি।
কুণাল ঘোষ একটি টুইট করেন শুক্রবারে। তাতে দেবের নাম না থাকলেও, তা যে তাঁরই উদ্দেশে লেখা, তা বুঝতে সমস্যা হয় না। কুণাল তাঁর টুইটে লেখেন, ‘দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দলবদল সমর্থনের। বিশ্বাসঘাতকদের আচরণ সমর্থনের। বিশ্বাসঘাতকরা আমাদের নেতা-নেত্রী-দলের বিরুদ্ধে কুৎসা করলেও তাদের সঙ্গে ব্যক্তিগত আদিখ্যেতা করে নিজের ইমেজকে সর্বপন্থী উদার রাখার চেষ্টার নাম সৌজন্য। আর বিশ্বাসঘাতক দলবদলুদের 'গদ্দার' ব♚লা হলে সেটা আপত্তির!’
মমতার ‘গদ্দার’ মন্তব্যে কী ছিল দেবের প্রতিক্রিয়া?
প্রজাপতি সিনেমায় তাঁর বাবার চরিত্রে অভিনয় করা মিঠুনকে ‘গদ্দার’ বলে মমতা বলেছিলেন, ‘এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম। কিন্তু আমি জানতাম না এই মিঠুন চক্রবর্তী আরেকজন বড় গদ্দার💛’। আর তা নিয়ে দেবের প্রতিক্রিয়া জানতে চাইলে জবাব এসেছিল, ‘আমার এই শব্দ খুব একটা ভালো লাগে না। তুমি দিদির এই ফুটেজটা দেখালে, তুমি মোদীজির ফুটেজটাও দেখাও, যেখানে উনি ‘দিদি ও দিদি বলছেন… যে ইভ টিসিংটা হচ্ছে… প্রধানমন্ত্রী স্থানীয় একজন লোক, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছেন। হাজার হাজার মানুষ মঞ্চ থেকে তোমার কথা শুনছে, সেটা দিদি হোক বা দাদা হোক। নির্বাচন এলেই আমরা হিন্দু-মুসলিম হয়🌺ে যাই। আমি এই শব্দগুলোর বিরুদ্ধে, আমি এই আচরণের বিরুদ্ধে, এই ব্যবহারের বিরুদ্ধে। কিন্তু ইলেকশন কমিশনে যাঁরা আছেন তারা তো কোনও….(ব্যবস্থা নিচ্ছেন না)।’
সঙ্গে দেব স্পষ্ট করেছিলেন, ♔গত ১০ বছর ধরে তিনি ভালোবাসা দিয়ে ভোট জিতছেন।෴ কুৎসা না করে, এভাবেও ভোটে জেতা যায়।