দীর্ঘ ৬ বছরের পথ চলায় ইতি। সময়ের নিয়মে অবশেষে শেষ হচ্ছে জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'কুণ্ডলী ভাগ্য'। ২০১৭ সালের ১২ জুলাই শജুরু হয়েছিল একতা কাপুর প্রযোজিত এই সিরিয়ালটি। আগামী ৬ ডিসেম্বর শেষবারের মতো সম্প্রচার হবে ‘কুণ্ডলী ভাগ্য’।
২০১৭ সাল থেকে শুরু হওয়া এই কুণ্ডলী ভাগ্য সিরিয়ালের পরিচালনা করেছেন একাধিক পরিচালক। সমীর কুলকার্নি, অভিষেক কুমার। আর পল আমান ভার্পে, সাহꩵিল শর্মা সহ একাধিকজন এই সিরিয়ালের পরিচালনা করেছেন। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন অনিল নাগপাল, মৃণাল ত্রিপাঠী। এই সিরিয়ালে ডক্টর প্রীতা অরোরা লুথরা-র চরিত্রে শ্রদ্ধা আর্য, করণ ‘টিকেএল’ লুথরা চরিত্রে ধীরাজ ধুপার, পরে অবশ্য এই চরিত্র শক্তি অরোরা অভিনয় করছিলেন। এছাড়াও জনপ্রিয় এই ধারাবাহিকে মানিত জৌরা, পারস কালনাওয়াত , অদ্রিজা রায় এবং ব𝄹াসির আলি সহ আরও অনেক অভিনেতাকেই দেখা গিয়েছে।
আরও পড়ুন-সবার আগে๊! সক্কাল সক্কাল ভোট দিতে পৌঁছে গেলেন অক্ষয়, বুথকেন্দ্রে রাজকুমার, জন 𝓀সহ আর কেকে?
যদিও 'কুণ্ডলী ভাগ্য' সিরিয়াল বন্ধের সিদ্ধান্তে এক্কেবারেই খুশি নন অভিনেতা শক্তি অরোরা। ই-টাইমসকে তিনি বলেন, ‘আমরা আজ সিরিয়ালের সেটে এই সিদ্ধান্ত সম্পর্কে জানতে পেরেছি। এমন একটা টপ-রেট শোয়ের জন্য এ⛦টা খুবই জঘনꩵ্য এবং সম্পূর্ণ অপ্রত্যাশিত সিদ্ধান্ত। আমি এমনকি এটাও জানি না গল্পটা সঠিকভাবে শেষ হবে কিনা বা শেষটা হয়ত হঠাৎ করেই হয়ে গেল, এমনটা+ মনে হতে পারে। এমন একটা খবরে আমাদের খুবই মন খারাপ। সাধারণত, কিছু ইঙ্গিত থাকে, যেমন কম টিআরপি এলে বোঝা যায় যে শো শেষ হওয়ার সময় এসেছে, কিন্তু সেরকম কিছুই এখানে ঘটেনি। এমনকি কিছুদিন আগে শুনেছিলাম, সিরিয়ালটি একটা লম্বা সময়ের গ্যাপ দেখিয়ে এগিয়ে যাবে।’