প্রয়াত গুজরাতি ছবির জনপ্রিয় তারকা রসিক দাভে। শুক্রবার রাতে কিডনির সমস্যার জেরে মৃত্যু হল ৬৫ বছর বয়সী অভিনেতার। গত দু-বছর ধরে নিয়মিত ডায়ালিসিস চলছিল বর্ষীয়ান অভিনেতার। আজ (শনিবার)𒊎 তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। গুজরাতি ছবির পাশাপাশি হিন্দি টেলিভিশনেরও পরিচিত মুখ রসিক দাভে। তাঁর স্ত্রী কেতকি দাভে হিন্দি টেলিভিশনের নামী তারকা।
‘কিউ কি সাস ভি কভি বহু’র সুবাদে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন কেতকি। একতা কাপুরের ওই আইকনিক ধারাবাহিকে দক্ষার চরিত্রে দেখা মিলেছিল কেতকির। স্বামী-স্ত্রী দুজনেই হিন্দি টেলিভিশনে কাজ করলেও নিজেদের শিকড়ের টান ভোলেননি। গুজরাতি ছবিতে অভিনয়ের পাশাপাশি গুজরাতি রঙ্গমঞ্চেও দাপিয়ে বেড🍒়িয়েছেন এই দম্পতি। তাঁদের একটি গুজরাতি থিয়েটার গ্রুপও রয়েছে।
১৯৮২ সালে গুজরাতি ছবি ‘পুত্র বধূ’র সঙ্গে অভিনয় জীবন শুরু করেন রসিক। আশির দশকে হিন্দি টেলিভিশনের কালজয়ী শো ‘মহাভারত’-এ নন্দের চরিত্রে অভিনয় করেছিলেন। টেলিভিশনের পর্দার দর্শক তাঁকে সবচেয়ে বেশি মনে রেখেছে ‘সংস্কার- ধরোহর আপনো কি’ ধারাবাহিকে কেশরদাস ধনসুখলাল বৈষ্ণবের চরিত্রটির জন্য। কেতকির সঙ্গে জুটি বেঁধে 🔴সেলেব ড🐠ান্স রিয়ালিটি শো ‘নাচ বলিয়ে’ (২০০৬)তে অংশ নিয়েছিলেন রসিক।
সূত্রের খবর, গত কয়🐻েক মাসে রসিক দাভের কিডনির সমস্যা মারাত্মক আকার ধারণ করেছিল। চিকিৎসায় ঠিকমতো সাড়া দিচ্ছিলেন না তিনি। অভিনেতা রেখ♕ে গেলেন স্ত্রী কেতকি এবং দুই সন্তানকে।