ঠিক একমাস আগে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনা সামনে আসে। কেন অকালেই এই পৃথিবীকে বিদায় জানা💝লেন সুশান্ত? যদিও অভিনেতার মৃত্যুকে আত্মহত্যা বলে মানতে রাজি নয় তাঁর ভক্তরা। লাগাতার সিবিআই তদন্তের দাবিꦿ জানাচ্ছেন তাঁরা। গত ১৪ই জুন বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্তের দেহ।ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট বলছে আত্মহত্যাই করেছেন সুশান্ত। যদিও কার্টার রোডের ওই অ্যাপার্টমেন্ট থেকে মেলেনি কোনও সুইসাইড নোট।
সুশান্তের আত্মহত্যার কারণ জানতে ইতিমধ্যেই প্রায় ৩৪ জনকে জেরা করেছে মুম্বই পুলিশ। পুলিশ সূত্রে খবর আগামী ১০-১৫ দিনের মধ্যেই ফরেনসিক রিপোর্ট হাতে পাবে মুম্বই পুলিশ। সেই রিপোর্ট মিললেই তদন্তকারীরা নিজেদের ফাইনাল রিপোর্ট তৈরি করবেন। এর মধ্যে জানা যাচ্ছে সুশান্তের রাঁধুনি নীরজকে ফের একবার জেরা করতে পারে মুম্বই পুলিশ। রবিবারের সই দুপুরে যে চারজন সুশান্তকে প্রথম ঝুলন্ত অবস্থায় দেখে। পুলিশ শুরুতেই একবার জিজ্ঞাসাবাদ করেছে নীরজকে। জানা যাচ্ছে ১১ থেকে ১৪ জুন সুশান্তের প্রতি মিনিটের আপডেট জানতেই নীরজকে ফের একবার জেরা করা হবে। সেইদꦫিন গুলোতে সুশান্ত কী খাবার খেয়েছিলেন,কখন খেয়েছিলেন সবটা জানতে চায় পুলিশ।
জানা যাচ্ছে সুশান্তের দিদি মিতুকে ফের একবার জিজ্ঞাসাবাদ করা হবে। দুর্ঘটনার সময় মুম্বইতেই ছিলেন মিতু। এবং সেদিন চাবিওয়ালা এসে ডুপ্লিকেট𒅌 চাবি বানানোর সময় সুশান্তের বাড়িতে হাজির ছিলেন তাঁর এই দিদি। রিয়ার সঙ্গে সুশান্তের সম্পর্ক নিয়েও মিতুর কাছ🐟 থেকে বেশ কিছু তথ্য চায় তদন্তকারীরা।
ডিএনতে প্রকাশিত রিপোর্ট বলছে সুশান্তের আত্ম♏হত্যার মামলায়র চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার প্রস্তুতি শুরু করে ফেলেছেন তদন্তকারীরা। জানা যাচ্ছে এই মামলার তদন্তকারী দলের শীর্ষ পুলিশ আধিকারিকরা ফরেনসিক দলের সঙ্গে সাক্ষাত্ করেন শনিবার। এই কেস নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ♒তাঁরা।
জানা যাচ্ছ🔜ে ফরেনসিক রিপোর্ট থেকে এমন কিছুই এখনও পর্যন্ত হাতে আসেনি যা ‘চাঞ্চল্যকর’ হবে অর্থাত্ সুইসাইড ব্যতীত অন্য কোনও ফাউল প্লের কোনওরকম সম্ভাবানাই নাকি ধরা পড়ছে না। তবে ভিসেরা রিপোর্টের চূড়ান্ত রেজাল্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। সেই রিপোর্টই নিশ্চিত করবে সুশান্তের শরীরে কোনও মাদকদ্রব্য বা⭕ বিষ রয়েছে কিনা।