বাংলা ধারাবাহিকে বরাবরই অন্য ধারার গল্প শুনিয়ে এসেছেন🔯 লীনা গঙ্গোপাধ্যায়। শ্রীময়ী থেকে দেশের মাটি, খড়কুটোর মতো ধারাবাহিকের কারণে কখনও তিনি প্রশংসা পেয়েছেন কখনও হয়েছেন কটাক্ষের শিকার। তবে নিজের কাজটা সঠিকভাবে করে যাওয়ায় বিশ্বাসী তিনি। তাই ট্রোলে পাত্তা দ🐈েন না। তবে তাঁর গল্পে যে মেয়েদের ক্ষমতায়নের দিকে নজর দেওয়া হয় তার প্রমাণ মিলল সম্প্রতি। স্টার জলসায় নতুন শুরু হওয়া ধারাবাহিক ‘এক্কা দোক্কা’য় একটি নেতাবিচাক চরিত্র অভিনয় করছেন সুজি ভৌমিক। যিনি একজন রূপান্তরকামী নারী।
‘ফিরকি’ ধারাবাহিকেও এর আগে কাজ করেছিলেন সুজি। কিন্তু তারপরেও আসছিল না ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ। যা নিয়ে খানিক উষ্মা-হতাশা ফুটে উঠেছিল তাঁর কণ্ঠে। প্রশ্ন তুলেছিলেন, ‘রূপান্তরকামীদের নিয়ে গল্প লেখা না হলে কি তাঁরা সুযোগ পাবেন না?’ যার জবাব দিলেন লীনা। সুজিকে নিয়ে আসলেন তাঁর ধারাবাহিকে এক নার্সের চরিত্রে। আরও পড়ুন: রাজকꦍুমারের বিলাসবহুল ডুপ্লেক্স চোখ ধাঁধায়,💮 তবে এই ছোট্ট কোণটাই কেন বেশি পছন্দ?
এক বাংলা সংবাদমাধ্যমকে লীনা এই বিষয়ে জানান, ‘সুজির কাজ দেখে আমার ভালো লাগে। ওরও এরকম একটা চরিত্র করার ইচ্ছে ছিল। এখানে কারও লিঙ্গ দেখে কাজের সুযোগ দেওয়া হয় না, প্রতিভা থাকলে সুযোগ মিলবেই।’ আর সুজি এই প্রসঙ্গে জানান, তাঁর বহুদিনের একটা লড়াই সার্থক হল। রূপান্তরকামী চরিত্র ছাড়াও যে কেনও চরিত্রে অভিনয় করা যায়, সেই নিয়ে মিথ তিনি ভাঙতে পেরেছেন। তাই খুব খুশি। আরও পড়ুন: এ যে কো😼টি কোট টাকা! ‘ব্রহ্মাস্ত্র’তে আলিয়া-রণবীর-অমিতাভের পারিশ্রমিক অবিশ্বাস্য