আরিয়ান খান নিয়মিত ড্রাগস নিত, তার প্রমাণ রয়েছে, আদালতকে জানালো NCB
আরিয়ান খান নিয়মিত ড্রাগস সেবন করত, আদালতকে জানালো এনসিবি। ‘ওদের বয়স কম, এই তত্ত্ব খাঁড়া করে জামিন দেওয়া অনুচিত, ওরাই তো দেশের ভবিষ্যত', এনডিপিএস আদালতকে জানালো এএসজি। তিনি যোগ করেন, হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে উঠে এসেছে মাদকচক্রীদের সঙ্গে সরাসরি ড্রাগস কেনাবেচার কথা বলেছে, সেখানে টাকার লেনদেনে♏র কথাও হয়েছে। কোনওভাবেই ওকে ‘বেনিফিট অফ ডাউট’ দেওয়া যায় না। মনে রাখতে হবে, এনডিপিএস আইনের আওতায়, অভিযুক্ত নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত এজেন্সির দাবিই সঠিক হবে ধরতে হবে। আদালতকে জানাল এএসজি।
14 Oct 2021, 02:10 PM IST
আরিয়ানের কাছ থেকে মাদক উদ্ধার হয়নি, এটা ভুল, চাঞ্চল্যকর দাবি NCB-র
আরিয়ান খানের জামিনের বিরোধিতা করে এদিন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল কোর্টকে জানান, আরিয়ান খানের কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি বলে যে সাফাই গাইছে তাঁর আইনজীবীরা তা সম্পূর্ণ ভুল। তাঁরা (আরবাজ ও আরিয়ান) ওই ক্রুজে পৌঁছে𝓰ছিল পার্টি করতে, তার উল্লেখ রয়েছে পঞ্চনামায়। সেখানে আরিয়ান স্পষ্ট বলেছে আরবাজের কাছে থাকা ওই নিষিদ্ধ মাদক তাঁদের দুজনের ব্যবহারের জন্য ছিল। আরিয়ানের সঙ্গেই ছিল তাঁর বন্ধু, এবং মাদকটি দুজনের ব্যবহারের জন্য ছিল। সুতরাং আরিয়ানের কাছে কিছুই মেলেনি এটা ভুল তথ্য।
14 Oct 2021, 01:14 PM IST
আজ জামিন মঞ্জুর না হলে মঙ্গলবার পর্যন্ত জেলেই থাকবেন আরিয়ান
চরম উত্কন্ঠার সঙ্গে আরিয়ানের জামিনের শুনানির দিকে তাকিয়ে শাহরুখ খান🤡ের পরিবার ও অনুরাগীরা। আজ আরিয়ান খানের জামিন মঞ্জুর না হলে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত আর্থার রোড জেলেই বন্দি থাকতে হবে শাহরুখ পুত্রকে। আগামিকাল থেকে নবরাত্রি উপলক্ষ্যে বন্ধ থাকবে বম্বে হাইকোর্ট-সহ মহারাষ্ট্রের সমস্ত আদালতের কার্যকলাপ। আগামী মঙ্গলবারের পর ফের শুরু হবে কোর্টের কাজ, তাই আজ জামিন মঞ্জুর না হলে অস্বস্ত🐷ি বাড়বে আরিয়ানের।
14 Oct 2021, 01:01 PM IST
আজও বম্বে হাইকোর্টে অন্য মামলায় আটকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, এখনও শুরু হল না শুনানি
দুপুর ১২টার প👍র আরিয়ান খানের জামিনের আর্জির শুনানি শুরু হওয়ার কথা ছি্ল, তা সত্ত্বেও এখন শুরু হল না মূল সওয়াল-জবাব পর্ব। এদিনও আদালতে NCB-র হয়ে সওয়াল করবেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, অনিল সিং। বম্বে হাইকোর্টে একটি মামলায় আটকে পড়েছেন তিনি, তাই দেরিতে শুরু হচ্ছে সেশন কোর্টের শুনানি।
14 Oct 2021, 12:36 PM IST
আরিয়ানের জামিনের বিরোধিতা করতে আদালতে হাজির সমাজকর্মী, খারিজ হল আবেদন
আরিয়ানের জামিনের বিরোধিতায় হস্তক্ষেপের অনুমতি 𝄹চেয়ে এদিন বিশেষ এনডিপিএস আদালতে হাজির হন ৭২ বছর বয়সী এক সমাজকর্মী। এই আবেদনের বিরোধিতা করেন আরিয়ানের আইনজীবীরা। কেবলমাত্র সংবাদ শিরোনামে আসতেই এমন কাণ্ড করছেন ওই সমাজকর্মী দাবি আরিয়ানের আইনজীবীদের। অপর অভিযুক্তদের জামিনের বিরোধিতা নয় কেন? সেই প্রশ্নও তোলেন তাঁরা। আরিয়ানের আইনজীবীদের দাবি মেনে, এই আবেদন খারিজ করে দেয় কোর্ট।
আরিয়ানের গ্রেফতারি নিয়ে সোজাসুজি শাহরুখ খানকে কটাক্ষ করলেন অভিনেতা পুনিত বশিষ্ঠ। শাহরুখের জোশ ছবির সহ-অভিনেতা পুনিত বলেন, ‘আপনারা জানেন আমি জোশ, ক্যায়া কহনা-র মতো ছবিতে ছিলাম, তাই তো? আমি এই ধরণের কোনও বিষয়ের সঙ্গে যুক্ত হয়নি, সেই কারণেই খান-পান আমাকে ২৭ বছর ধরে বয়কট করেছে। আর এখন দেখুন ভগবানের বিচার, তিনি ওদের সকলকে বয়কট করেছেন’। বিস্তারিত পড়ুন-
14 Oct 2021, 11:34 AM IST
আরিয়ান-সহ মাদককাণ্ডে গ্রেফতার ৬ জনকে সাধারণ ব্যারাকে সরানো হল
আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গে যোগ রয়েছে আরিয়ান খানের, আরিয়ানের জামিনের বিরোধিতায় আদালতকে জানাল এনসিবি। বেআইনি মাদক কেনাবেচার সঙ্গে যুক্ত শাহরুখ পুত্র। আরিয়ানের🐓 আইনজীবীদের পালটা যুক্তি, আরিয়ানের কাছ থেকে মেলেনি কোনও ড্রাগস, তাঁর কাছে মাদক কেনার মতো টাকাও ছিল না শুধু তাই নয়, ক্রুজে উপস্থিতই ছিল না সে। কারণ ক্রুজে ঢোকবার মুখেই আরিয়ান ও আরবাজ মার্চেন্টকে আটক করে এনসিবি। নিষিদ্ধ মাদক থাকার কথা স্বীকার করে নেয় আরবাজ মার্চেন্ট।