মাদকক𝓰াণ্ডে গ্রেফতার শাহরুখ খান পুত্রকে স্বস্তি দিল না সেশন কোর্ট। আরিয়ান খানকে আপতত জেলেই থাকতে হবে। বুধবার মুম্বইয়ের NDPS আদালত মাদককাণ্ডে গ্রেফতার আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ করল। দু-দফা এনসিবি হেফাজতে থাকবার পর গত ৭ই অক্টোবর আরিয়ান খানকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল ম্যাজিস্ট্রেট কোর্ট। তারপর থেকে আর্থার রোড জেলে কষ্টে দিন কাটছে আরিয়ানের।
বম্বে হাই কোর্টে জামিনের আবেদন আরিয়ানের! ১৩ দিন ধরে আর্থার রোড জেলে বন্দি শাহরুখ-পুত্র
এবার জামিনের জন্য বোম্বে হাই কোর্টের দ্বারস্থ হলেন শাহরুখ-পুত্র আরিয়ান। তবে সামনেই দিওয়ালির ছুটির জন্য বন্ধ থাকবে কোর্টের কাজ, তা চিন্তা বাড়াচ্ছে আরিয়ানের আইনজীবীদের। এদিন সেশন কোর্টে জামিন๊ খারিজ হতেই তড়িঘড়ি হাইকোর্টে ছোটেন আরিয়ানের কৌঁসুলিরা। এদিন আরিয়ানের জামিনের আবেদন মেনশনের জন্য বিচারপতি নীতিন সাম্বরের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন সতীশ মানেশিন্ডে এবং অমিত দেশাই, তবে এদিন তা গ্রাহ্য করেননি বিচারপতি। আগামিকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে দশটায় আরিয়ানের জামিনের আবেদশন আদালতের কাছে মেনশন (উল্লেখ) করবেন তাঁর আইনজীবীরা। (বিস্তারিত পড়ুন)
‘বাচ্চা ছেলে' আরিয়ানের জামিন না-মঞ্জুর; NCB-র সমীর ওয়াংখেড়ে বললেন-‘সত্যমেব জয়তে’
শুরু থেকেই আরিয়ান খানের জামিনের বিরোধিতা করেছে কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। আরিয়ানের কাছ থেকে মাদক উদ্ধার হয়নি ঠিকই, তবে আরবাজের কাছ থেকে পাওয়া নিষিদ্ধ মাদক আরিয়ানও ব্যবহার করত ওই ক্রুজে তা স্পষ্ট জানিয়েছে সংস্থা। এদিন আরিয়ান খানের জামিন খারিজ হওয়ার পর সেই বিষয় নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। তবে সবশেষে তিনি দুটি শব্দ উচ্চারণ করেন, ‘সত্যমেব জয়তে'। (বিস্তারিত পড়ুন)
সেশন কোর্টে ধাক্কা! হাইকোর্টে আরিয়ানের জামিনের আবেদন জানাচ্ছে পরিবার
ম্যাজিস্ট্রেট কোর্টের পর সেশন কোর্টেও স্বস্তি পেলেন না আরিয়ান খান। মাদককাণ্ডে গ্রেফতার আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। আপাতত🗹 হাইকোর্টে আরিয়ানের🐭 জামিনের আবেদন জানাতে চলেছে পরিবার, সেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন আইনজীবীরা। সেশন কোর্টে আরিয়ানের হয়ে কোর্টে সওয়াল করেছিলেন সিনিয়র আইনজীবী অমিত দেশাই এবং সতীশ মানেশিন্ডে। আপতত আগামী কয়েকদিন জেলেই কাটবে আরিয়ানের।