কালীপুজোর সময় বিভিন্ন জায়গা থেকে মা কালীর নানা মহিমার কথা, নানা অলৌকিক ঘটনার কথা সামনে আসে। জানা যায় অবাক করা নানা সব গল্প। একই সঙ্গে শোনা যায় জীবন্ত কা♚লী কথাটি। কিন্তু বিষ🌊য়টা কী? কখনও চাক্ষুষ করেছেন কী? না করে থাকলে, এবং দেখার সাধ থাকলে চলে আসুন চেতলার এই পুজো মণ্ডপে।
আরও পড়ুন: ভারতের বন্ধু 🌳রাষ্ট্রে নিষিদ্ধ হল ভুলভুলাইয়া ৩, সিংঘম এগেন, হঠাৎ কেন এই কড়া সি🧔দ্ধান্ত?
কলকাতার জীবন্ত কালী
চেতলা অঞ্চল দারুণ জনপ্রিয় কালীপুজোর জন্য। এখানে প্রায় প্রতিটি গলিতেই কালীপুজো হয়। আর তেমনই হল জীবন্ত কালী পুজো। এখানে যেতে হলে আপনাকে দ🐻ুর্গাপুর ব্রিজ থেকে নেমেই চামুণ্ডা কালী মণ্ডপের দিকে ঘুরে তার সামনের ডান হাতের রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। সেখানে জীবন্ত মা কালী, শিব ঠাকুরের দর্শন পাবেন।
এখানে আশেপাশের অঞ্চলের 🦩বাচ্চারাই কালী, শিব, ইত্যাদি সেজে দাঁড়ায় মণ্ডপে। আর এই পুজো এবার ২০ বছরে পা দিল। তাই সেখানেও রয়েছে থিমের রমরমা। এই জীবন্𝔍ত কালী পুজোয় এবারের থিম বাউল। তাই সেখানে কালী, শিব নয়। বাউলও দেখতে পাবেন গিয়ে দর্শনার্থীরা।
বহুরূপী কালচারকে এখানে দারুণ ভাবে ব্যবহার করা হয়ে থাকে। সম্পূর্ণ কালীর বেশে সেজে, রং করে বা শিবের সাজে সেজে তাঁরা মণ্ডপে বসেন নির্দিষ্ট ভঙ্গিমায়🌌। সঙ্গে অবশ্যই মূর্তি তো থাকেই যেখানে পুজো হয়।
এই বিষয়ে এই পুজো কমিটির সেক্রেটারি সমিত কুমার দে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে জাཧ🐠নিয়েছেন তাঁরা তাঁদের এই পুজোকে বহুরূপী কালচারকে উৎসর্গ করেন। তাঁদের সম্মান জানান।
আরও পড়ুন: সা রে গা মা পা -এ সুস্মিতার লোকসঙ্গীত শুনে কেঁদꦐে ফেললেন জোজো, ইমন বললেন,꧋ ‘এটা গান শিখে হয় না...’
ফলে এবার যদি কালী ঠাকুর দেখার পরিকল্পনা✱ থাকে তাও চেতলা অঞ্চলে তাহলে কিন্তু এই পুজো মোটেই মিস করা যাবে না। তবে চুপিচুপি একটা টিপস দিয়ে রাখি, গেলে অবশ্যই একটু সন্ধ্যা করে যাবেন। কারণ শিল্পীদের সেജজেগুজে আসতে একটু তো সময় দিতেই হবে। তাই না?