এবার লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করে চমকে দিয়েছে BJP। ২০🍃২৪-এর লোকসভা নির্বাচনে 'রাম'-ই এবার বিজেপির তরুপের তাস। এবার তাই পর্দার জনপ্রিয় 'রাম'কে ভোটে দাঁড় করিয়েছে BJP। উত্তরপ্রদেশের মিরাট থেকে লোকসভা নির্বাচনে লড়ছেন পর্দার 'রাম' অরুণ গোভিল। জনতার কাছে তিনিই ‘রাম’। আর তাই এবার রামকে সামনে রেখেই ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি।
এবার নির্বাচনে লড়ার আগে নিজের সম্পত্ত𝓡ির পরিমান দাখিল করলেন অরুণ গোভিল। জানা যাচ্ছে, অরুণ গোভিল ৬২. ৯৯ লক্ষ টাকার মার্সিডিজের মালিক। ৩.১৯ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে অরুণ গোভিলের। স্ত্রী শ্রীলেখা গোভিলের সম্পত্তি রয়েছে ২.৭৬ কোটি টাকার। স্থাবর সম্পদের পরিপ্রেক্ষিতে অরুণ গোভিলের মোট সম্পদের পরিমাণ ৫ꦅ.৬৭ কোটি টাকা। যেখানে শ্রীলেখার সম্পত্তির পরিমাণ ২.৮০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।
জানা যাচ্ছে, ১৪.৬৪ লক্ষ টাকার গাড়ি ঋণ রয়েছে অরুণ গোভিলের। তাঁর কাছে রয়েছে ৩.৭৫ লক্ষ টাকা নগদ🌄। তাঁর স্ত্রীর কাছে নগদ রয়েছে ৪.০৭ লক্ষ টাকা। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ১.০৩ কোটি টাকার বেশি। যেখানে স্ত্রী শ্রীলেখার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে🎀 ৪০.৪৩ লক্ষ টাকা। তিনি ১.২২ কোটি টাকা স্টকে, ১.৪৩ কোটি টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন। তাঁর স্ত্রী ১.৪৩ কোটি টাকা স্টকে বিনিয়োগ করেছেন। গোভিলের পুণেতে জমি রয়েছে।
বিজেপি প্রার্থী বা তাঁর স্ত্রীর কাছে কোনও অস্ত্র নেই। পর্দায় তিনি রাবণকে হত্যা করেছিলেন ঠিকই, তবে বাস্তবে অরুণ গোভিলের🅷 বিরুদ্ধে কোনও অপরাধমূলক অভিযোগ নেই। হলফনামা অনুসারে অরুণ গোভিল মুম্বইয়ের আন্ধেরির পশ্চিমের ভারসোভাতে থাকেন। তিনি ভারসোভা বিধানসভা কেন্দ্রের ভোটার।
জানা যাচ্ছে, অরুণ গোভিল মিরাটেই জন্মগ্রহণ করেছিলেন। জীবনের ১৭ বছর তিনি সেখানেই ছিলেন। ১৯৬৬ সালে সরকারি ইন্টার🧸 কলেজ মিরাট থেকেই তিনি দশম শ্রেণী পাশ করেন। পরে ১৯৬৮ সালে সাহারানপুর সরকারি ইন্টারমিডিয়েড কলেজ থেকে ১২ শ্রেণী পাশ করেন। ১৯৭২ সালে আগ্রা বিশ্ববিদ্যালয়ের অধীনে শাহজাহানপুর কলেজ থেকে B.SC ডিগ্রি লাভ করেন।
এদিকে নির্বাচনে মিরাটের প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই প্রধানꦐমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন অরুণ গোভিল। নিজের এক্স হ্যান্ডেলে পর্দার ‘রাম’ লিখেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হৃদয়ের গভীর জায়গা থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি, যাঁরা আমাকে বেছে নিয়েছেন এবং মিরাটের সাংসদ হওয়ার গুরুদায়িত্ব দিয়েছেন। আমি সবরকমভাবে চেষ্টা করব, আপনারা যে ভরসা দেখিয়েছেন তার যোগ্য সম্মান ꦓরাখার। জয় শ্রী রাম।’