লোকসভা নির্বাচনের বাদ্যি বেজে উঠেছে। যদিও এখনও পর্যন্ত দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। তবে তার আগেই বিজেপির তরফে প্রক💖াশ্যে আনা হল তাদের প্রথম প্রার্থী তালিকা। আর সেখান থেকেই জানা গেল এবার ৪ জন ভোজপুরি অভিনেতা প্রার্থী হচ্ছেন ব🎃িজেপির তরফে।
বিজেপির হয়ে ৪ ভোজপুরি অভিনেতা লড়বেন লোকসভা নির্বাচনে
এবারের লোকসভা নির্বাচনে ৪ ভোজপুরি অভিনেতা লড়াই করছেন। এরা হলেন রবি কিষাণ, মনোজ তিওয়ারি, দীনেশ ꦯলাল যাদব এবং পবন সিং। ইত♊িমধ্যেই পবন সিংয়ের প্রার্থী হওয়া নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে। অনেকেই মানতে পারছেন না তাঁকে বাংলার আসানসোল কেন্দ্রের প্রার্থী হিসেবে। তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় তো ইতিমধ্যেই গোটা বিষয়ে বিরোধিতা করেছেন।
আরও পড়ুন: কটাক্ষকে বুড়ো আঙুল, নিয়মরীতি মেনেই সꦆাতপাকে বাঁধা পড়লেন শ্রীময়ী - কাঞ্চন, দেখুন বিয়ের 🌞প্রথম ছবি
আরও পড়ুন: গোলাপি বেনারসিতে প্রশ💟্মিতা, পাশে ঘিয়ে পঞ্জাবিতে𒉰 অনুপম, বিয়ে করেই লিখলেন, 'নতুন করে...'
প্রসঙ্গত রবি কিষাণ ২০১৯ এর লোকসভা নির্বাচনে গোরখপুর কেন্দ্র থেকে বিজেপির হয়ে লডཧ়ে জয়ী হয়েছিলেন। তাঁকে অনেকে আবার ভোজপুরি সিনেমার অমিতাভ বচ্চন বলেও ডাকেন। একাধিক বলিউড ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। সদ্য মুক্তি পাওয়া লাপাতা লেডিজ ছবিতেও আছেন তিনি। কেবল বলিউড বা ভোজপুরি না, তামিল, তেলুগু ছবিতেও কাজ করেছেন তিনি।
অন্যদিকে মনোজ তিওয়ারি ২০১৪ এবং ২০১৯ এর লোকসভা নির্বাচনে উত্তর পূর্ব দিল থেকে লড়েছিলেন এবং জিতে ছিলেন। এবার যদি জিততে পꩲারেন তাহলে টানা♍ তিন বার ধরে জিতবেন তিনি।
আরও পড়ুন: মাদকাসক্তির থে♊কে কাঞ্চনকে টেনে বের করেন শ্রীময়ীই! বিয়ের আগে বলল🎐েন, 'উত্তেজনায় ফুটছি...'
তবে দীনেশ লাল যাদব ২০১৯ এর নির্বাচনে লড়লেও জিততে পারেননি। অন্যদিকে পবন সিং এই প্রথমবার নির্বাচনে লড়বেন। এখনও তৃণমূল তাদের প্রার্থী তালিকা প্রকাশ্যে আনেনি। তবে আশা করা হচ্ছে শত্রুঘ্ন সি🌜নহাই ওই কেন্দ্র থেকে লড়বেন তাঁদের হয়ে। ফলে সেখানে যে পবন সিংকে কড়া প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হবে সেটা বলার অপেক্ষা রাখে না।