হালে চর্চায় এসেছে একটি ওয়েব সিরিজ ‘মেড ইন হেভেন’। সম্প্রতি এটির দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছে। আর সেটি নিয়েই বিরাট আলোচনায় নেটমাধ্যম। তবে বিশেষ করে আলোচনায় এসেছে এর একটি পর্ব। যার নাম ‘ফ্রান্স ওয়েডিং🌞’। 𒁏অনেকেরই ধারণা, এটি সলমন খান এবং ক্যাটরিনা কাইফের চরিত্রের উপর বানানো একটি কাল্পনিক ঘটনা। কেন? কী বলছেন নির্মাতারা?
(আরও পড়ুন: আমি বিয়ে করি সেটা আমার মেয়েরা চায় না, বিয়ের কথা বললেই ব🃏লে ওদের বাবার দরকার নেই: সুস্🌠মিতা)
সম্প্রতি ‘মেড ইন হেভেন’ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন দুই নির্মাতা জোয়া আখতার এবং রিমা কাগতি। তাঁদের এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। বার ✱বার ♌তাঁদের জিজ্ঞাসা করা হচ্ছে, তাঁরা কি আসলে সলমন এবং ক্যাটরিনাকে নিয়ে কোনও গল্প বানিয়েছেন? কী বলেছেন তাঁরা? কেন এই প্রশ্ন উঠেছে।
(আরও পড়ুন: কর্সেট টপ, বডিকন স্কার্টে সুপার সꦰ্টাইলিশ ভূমি, নতুন করে চর্চায় বলিউড ডিভার লুক)
ফ্রান্সের নিস শহরে শ্যুটিং হওয়া এই গল্পের দুই চরিত্র। বলিউডের মেগাস্টার সরফরাজ খান এবং অভিনেত্রী লিলার বিয়ে হচ্ছে এই শহরে। এই দুই অভিনেতা-অভিনেত্রী শুধু বিয়েই🦩 করছে না, তারা এর পরে একটি ছবিতে এক সঙ্গে কাজও করতে চলেছে। আর সেই ছবির পরিচালক অনুরাগ কাশ্যপ। এরকম পরিস্থিতিতে সরফরাজ খান চেষ্টা চালিয়ে যাচ্ছে অনুরাগী কাশ্যপকে প্রভাবিত করে, সেই ছবি থেকে তার ভবিষ্যৎ স্ত্রী লীলাকে বাদ দিতে। বদ✅লে আরও কম বয়সি কোনও অভিনেত্রীকে আনতে। তার ধারণা, এতে পর্দায় তাকে আরও কম বয়সি দেখাবে। এই গল্পে সরফরাজ খানের চরিত্রে অভিনয় করেছেন পুলকিত সম্রাট। আর লীলার চরিত্রে এলনাজ নরৌজি। এই গল্পের বিন্যাস এভং চরিত্রগুলির হাঁটাচলা, কথাবার্তা দেখে অনেকেরই মনে হয়েছে এটি সলমন এবং ক্যাটরিনাকে নিয়ে বানানো।
(আরও পড়ুন: কেন বেশꦗি গান গাইতে শোনা যায় না পাপনকে?ಞ গায়ক জানালেন সত্যিটা)
কিন্তু কী বলছেন নির্মাতারা? জোয়া এবং রিমা এই তত্ত্ব একেবারেই উড়িয়ে দিয়েছেন। তাঁরা বলেছেন, এর আগের সিজনেও সরফরাজ খানের চরিত্রটি ছিল। আর সেখᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚানে অভিনয় করেছিলেন পুলকিত সম্রাটই। তাঁর সঙ্গে কাজ করে ভালো লেগেছিল বলেই তাঁরা আবার এমন এক কাহিনি ভেবেছেন, যেখানে তাঁকে নেওয়া যায়। এর সঙ্গে বাস্তবের কারও কোনও মিল নেই। সেটা নাকি যাঁরা দেখছেন, একেবারেই তাঁদের কল্পনা।