পাপন বলিউডের অতি পরিচিত নাম। হালের যে সব গায়ক-গায়িকারা তাঁদের গলার জাদুতে সারা ভারতের শ্রোতাদের মুগ্ধ করেছেন, তাঁদের মধ্যে পাপন তাঁদের মধ্যে একজন। পাপনে🔯র বিশেষ স্টাইল ভালো লেগেছে সকলেরই। কিন্তু তার পরেও তাঁকে খুব বেশি গান গাইতে শোনা যায় না। কেন? তাঁর কাছে কি বেশি গানের অফার আসে না? কী বলছেন গায়ক নিজে? বলিউডেও এত কম গান তাঁকে কেন গাইতে শোনা যায়?
(আরও পড়ুন: ম⛄া-কে হারালেন পাপন, প্রয়াত সঙ্গীতশꦺিল্পী অর্চনা মহন্ত)
সম্প্✱রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে গায়ক জানিয়েছেন, তিনি বেশি গান গাইতে পারেন না। বলেছেন, তাঁদের গানের বিশেষ ধরনই চ𝄹িনিয়ে দেয়, সেটি কার গান। আলাদা করে কাউকে বলে দিতে হয় না, এটি পাপনের গাওয়া। আর এটিই তাঁর সবচেয়ে বড় পাওয়া। এমনটাই জানিয়েছেন গায়ক নিজে।
(আরও পড়ুন: কেকে-র♐ গান গাওয়া হবে নতুন করে, বিশেষ দিনে বন্ধুকে শ্রদ্ধা শান-পাপনদের)
কিন্তু তাহলে তাঁর ঝুলিতে গানের সংখ্যা এত কম কেন? গায়কের বক্তব্য, তাঁর কাছে যদি টাকাটাই সব কিছু হত, তাহলে গান গাও🧸য়া কেন, তিনি আরও বহু কাজই করতে পারতেন। যদিও তার কোনওটাই তিন൩ি করেননি। তিনি গান গাওয়াটাকেই পেশা হিসাবে বেছেছেন। তাঁর বক্তব্য, গানটা তাঁর কাছে সাধনার মতো। তিনি সেভাবেই দেখেছেন গানটাকে। আর সেই কারণেই গান গাওয়ার বিষয়েও তিনি বেশ কিছুটা খুঁতখুঁতে।
(আরও পড়ুন: ইয়ারো দ😼োস্তি…KK'কে শ্রদ্ধার্ঘ্য বন্ধু লেসলি লুইসের,'আজ একটু বেশি মিস করছি তোকে')
কিন্তু তাঁর কাছে কেমন পরিমাণে গান গাওয়ার অফার আসে? তাঁর কথায়, বহু ধরনে꧙র গান গাওয়ার অফারই আসে তাঁর কাছে। সব ধরনের গান গাইলে তাঁর রোজগার ভালোই হবে। কিন্তু যেহেতু কোনও দিনই টাকার কথা ভেবে গান কেরননি, তাই তিনি নিজের ভালো লাগার গানগুলির অফারই শুধু নেন। সব ধরনের গান তিনি গাইতে যান না।
(আরও পড়ুন: 'এখনও ভবঘুরে আছি, তবে এখন সর্টেড ভবঘুরে', বললেন লোকসংগীত দুনিয়𝐆ার স্টার🅘 অনন্যা)
পাপনের বক্তব্য, সব ধরনের গান গাইলে, তাঁর গলার যে বৈশিষ্ট্য তাঁর শ্রোতাদের ভালো লাগে, তা আর থাকবে না। আর সেই কারণেই গান নির্বাচনের ক্ষেত্রে তিনি বেশ কিছুটা খুঁতখুঁতে। সেই কারণেই তাঁকে খুব বেশি গান গাইতে দেখা যায় না। ☂;