মহাভারত আসছে ওটিটির পর্দায়। কী হত যদি একবিংশ শতকে জন্মাতেন দুর্যোধন? 𒁏হইচইয়ে আসছে ওয়েব সিরিজ ‘মহাভারত মার্ডারস’। পরিচালনায় সৌমিক হালদার। কলিযুগের কুরুক্ষেত্র, এমনই এ⛄ক প্রেক্ষাপটে তৈরি এই ওয়েব সিরিজ।
এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার এবং অর্জুন চক্রবর্তী। আরও অভিনয়ে কৌশিক সেন,♔ ঋষভ বসু প্রমুখ। এক মৃত্যু রহস্য। সিরিজে প্রিয়াঙ্কার চরিত্রের নাম রুকসানা, এক পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে 🅺তাঁকে। সিরিয়াল কিলিং হত্যা রহস্যের তদন্ত করছেন তিনি। এক রাজনৈতিক ব্যক্তিত্ব পবিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত। মুক্তি পেল সিরিজে ট্রেলার-
কুরুক্ষেত্রে শেষ পর্যন্ত লড়েও হার মানতে হয়েছিল দুর্যোধনকে। ট্রেলারে, শাশ্বতর মন্তব্য, যুধিষ্ঠির তকমা দেওয়া হয়েছে তাঁকে, ‘আর এই খুনগুলির সঙ্গে মহাভারতের যোগ রয়েছে। তারমানে, মহাভারত মার্ডারস।’ গোলাগুলি-রহস্য-রোমাঞ্চে ভরপু🅷র এই সিরিজ। একুশ শতকে নিজেকে কৌরব সেনাপতি মনে করে কেউ যদি সেই হারের বদলা নিতে চায়? শেষ পর্যন্ত পরিণতি কী হবে? মে এবং জুন মাসে স্ট্রিমিং হবে এই সিরিজের এপিসোড।