পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামারুজ্জামান সরকার ওরফে রাকিব সরকারকে বিয়ে করেছিলেন বাংলাদেশের অভিনেত্রী মাহিয়া মাহি। দ্বিতীয় বিয়ের আড়াই বছর কাটতে না কাটতেই সেই বিয়েও ভাঙছে বলে জানিয়ে দিলেন মাহি। শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে বিয়ে ভাঙার কথা ঘোষণা করেন অঙ্কুশের♔ একসময়ের নায়িকা।
কেন এই বিচ্ছেদ? এপ্রশ্নে মাহি জানিয়েছিলেন, তাঁর ও রাকিবের মধ্যে বেশকিছু সমস্যা তৈরি হয়েছে। সেই কারণেই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও সমস্যাটা ঠিক 🌱কী নিয়ে তা স্পষ্ট করেননি মাহি। কেউ কেউ বলছেন, নির্বাচনে হারের পর মাহি আর রাকিবের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। যদিও মাহি এটা নিয়ে নিজে কিছু জানাননি। এদিকে শুক্রবার মাহির বিচ্ছেদের কথা ঘোষণার পর চুপচাপই ছিলেন রাকিব। পরে রবিবার বিকেলে রাকিব জানিয়ে দেন তিনি আবারও বিয়ে করতে চলেছেন।
মাহিয়া মাহির বিয়ে
২০১৬ সালে বাংলাদেশের সিলেটের ব্যবসায়ীকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। তবে বিয়ের ৫ বছরের মধ্যে সেই সংসার ভেঙে যায়। ২০২১ সালের ২২ মে পারভেজের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় তাঁর। এরপর ওই বছরই🌞 (২০২১) ১৩ সেপ্টেম্বর রাকিব সরকার দ্বিতীয় বিয়ে করেন মাহি। এটা রাকিবেরও দ্বিতীয় বিয়ে ছিল। তারপর সুখেই কাটছিল মাহির জীবন। এরপর গতবছর (২০২৩)এ মাহি জানিয়ে দেন তিনি আর অভিনয় করবেন না। গত মার্চে এক পুত্র সন্তানেরও জন্ম দেন মাহি। সামনেꦇর মার্চে সেই ছেলের বয়স হবে ১ বছর।
কী বলছেন রাকিব?
এদিকে মাহির বিচ্ছেদের ঘোষণার পরই রাকিব জানিয়ে দেন তিনি আবারও বিয়ে করবেন। এবার পরিবারের দেখা মেয়েকেই বিয়ে ๊করবেন তিনি। ইতিমধ্যেই নাকি পাত্রী খোঁজাও শুরু করে দিয়েছে রাকিবের বাড়ির লোকজন। তিনি জানান, ‘এবার সিলেটের মেয়েকে বিয়ে করব, খুব তাড়াতাড়িই এই বিয়ে হবে।’
বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছিল মাহি ও রাকিবের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। বেশকিছুদিন ধরেই তাঁরা আলাদা থাকছেন। শীঘ্রই ডিভোর্স হবে। আর সেই গুঞ্জন সত্য়ি করেই বিচ্ছেদের কথা শুক্রবার ঘোষণা করেন মাহি। সেদিন ভিডিয়ো বার্তায় মাহিকে বলতে শোনা যায়, ‘একটা ছাদের নিচে দুটি মানুষ কেন ভালো নেই, সেটা তারাই ভালো জানে। এটা বাইরের থেকে বোঝা যাবে না।’ মাহি আরও বলেন, ‘আমি নতুন করে কাজ শুরু করব। জীবনে আমার অনেক যুদ্ধ। বাচ্চাꦇটা বড় হবে। ওর জন্য অনেক কিছু করার আছে। সবাই দোয়া করবেন, যেন ফারিশকে নিয়ে আমার পথচলা মসৃণ হয়।’
আর মাহি য🦩খন এই ঘোষণা করছেন, তখন রাকিব ব্যস্ত কনসার্ট নিয়ে। গাজিপুর থেকে নির্বাচনে জয়ী আ ক ম মোজাম্মেল হকের সংবর্ধনার আয়োজন করা হয়। সেই কনসার্টে গান গাইতে গিয়েছিলেন ইমরান মাহমুদুল নামে এক শিল্পী। আর তাতে গাজিপুরের ত্রাণ ও সমাজকল্যাণ উকমিটির সদস্য হিসাবে সেখানে উপস্থিত ছিলেন রাকিব সরকার।