'পরামর্শদাতা' এবং 'রোল মডেল'-- চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাটের জন্য একটি প্রশংসা সূচক নোট লিখেছেন মল্লিকা শেরাওয়াত। জানিয়েছেন𝐆, জীবনের চরাই-উতরাইয়ে মহেশ ভাটের উৎসাহ করা মন্তব্যই তাঁর কাজে লেগেছে।
প্রযোজক মহেশ ভাটের ২০০৪ সালের থ্রি♒লার সিনেমা মার্ডারে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন মল্লিকা শেরাওয়াত। ছবিতে ছিলেন ইমরান হাশমিও। 🎃মঙ্গলবার ইনস্টাগ্রামে পরিচালকের জন্য একটি সুন্দর নোট লিখেছেন মল্লিকা।
আরও পড়ুন: আলিয়ার ডিপফেক ভিডিয়ো ঘুরছে সোশ্ꦇꦅযাল মিডিয়ায়! জানেন আসল ভিডিয়োতে থাকা মেয়েটি কে
আরও পড়ুন: বিধ্বংসী রূপে🦄 শাকিব, অন্য মেজাজে ধরা দিলেন চঞ্চল, 🦩প্রকাশ্যে ‘তুফান’-এর টিজার
এ দিন দুটি ছবি শেয়ার করেছেন অভিনেতꦛ্রী। একটি ছবিতে মহেশ ভাটের পাশে সোফায় বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে। হাতে ধরে রয়েছেন একটি বই। হট ডিভা একটি অফ-শোল্ডার সাদা রঙের লম্বা পোশাক পরেছেন। ক্যাপশনে লেখা, ‘মহেশ ভাটের মধ্যে আমি কেবল একজন পরামর্শদাতাই খুঁজে পাইনি বরং একজন আদর্শ মডেলও পেয়েছি যার আবেগ, উত্সর্গ এবং নির্ভীকতা আমাকে অনুপ্রাণিত করে চলেছে। সন্দেহের মুহুর্তে তাঁর উত্সাহের কথাগুলি শক্তির উৎস হয়ে উঠেছে। সত্যিই তার কাছ থেকে আমি শেখার সুযোগ পেয়ে কৃতজ্ঞ @maheshfilm’।
আরও পড়ুন: মেট গালায় শাড়িতে অনবদ্য লুকে আলিয়া, ছবি দেখ💞ে প্রশংসায় ভরালেন জাহ্নবী, ম্রুণালরা
সালটা ছিল ২০০৪। অনুরাগ বসুর পরিচালনায় মুক্তি পেয়েছিল 'মার্ডার'। যে ছবির নাম শুনলেই যাঁদের কথা মনে পড়ে তাܫঁরা হলেন ইমরান হাশমি-মল্লিকা শেরাওয়াত। চোখে ভꦰেসে ওঠে সেই রোম্যান্স, সেই সাহসী ঘনিষ্ঠ দৃশ্য। ছবির গানগুলিও সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটেছিল। তবে ওই পর্যন্তই। তারপর আর ইমরান-মল্লিকাকে একসঙ্গে দেখা যায়নি।
২০০৪ থেকে ২০২৪। 'মার্ডার'-এর🍸 পর দীর্ঘ ২০ বছর কেটে গেছে। ১১ এপ্রিল, বৃহস্পতিবার আনন্দ পণ্ডিতের মেয়ের রিসেপশনে একসঙ্গে দেখা গেল ইমরান হাশমি-মল্লিকা শেরাওয়াত। পাপারাৎজির ক্যামেরার সামনে একে অপরের সঙ্গে পোজও দিলেন। মল্লিকার কোমরে হাত রেখে ক্যামেরার সামনে দাঁড়ান ইমরান। পরে আলাদা করে মল্লিকার সঙ্গে কথা বলতে এবং জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় ইমরান হাশমিকে। বেশ কিছুক্ষণ কথাও হয় তাঁদের মধ্যে।
ইমরানকে শেষবার দেখা গিয়েছে সারা আলি খানের সঙ্গে 'অ্যায় ওয়াতান, মেরে ওয়াতান' ছওবিতে। তবে মল্লিকা শেরাওয়াত অবশ্য বহুদিন হল অভিনয় দুনিয়া থেকে দুরেই রয়েছেন। কাজের ফ্রন্টে, মল্লিকাকে শেষ দেখা গিয়েছিল তামিল হরর ফিল্ম ‘পামবাত্তমে’।