আজকাল পান থেকে চুন খসলেই সেটা নিয়ে ট্রোল শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর সেই আতশ কাচের তলা দিয়ে বাদ যায় না কেউই। সাধারণ মানুষ তো বটেই, তারকা থেকে শুরু করে নেতা মন্ত্রীদের কথা, ব্যবহার, আচরণ নিয়েও সোশ্যাল মিডিয়ায় বিস্তর হাসাহাসি চলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার ব্যতিক্রম নন। এবার সেই সোশ্যাল মি♔ডিয়া ট্রোল নিয়ে মুখ খুললেন তিনি। দিদি নম্বর ওয়ানে এসে কী বললেন মমতা বন্🌜দ্যোপাধ্যায়?
দিদি নম্বর ওয়ানে মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় ন🉐ানা সময় নানা বৈঠক বা সভায় কথা বলতে গিয়ে সঠিক নয় এমন মন্তব্য বা কথা বলে ফেলেন। সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি শুরু হয়ে যায়। চলে ট্রোল। বাদ যায় না তাঁর আঁকা বা কবিতাও। এবার সেই ট্রোলিং প্রসঙ্গে এদিন দিদি নম্বর ওয়ানে এসে মুখ খুললেন তিনౠি।
আরও পড়ুন: 'সন্ধিক্ষণে একেবারে...' ৫ জানুয়ারি নয়, কবে জন্🗹মদিন𝔍 মমতার? দিদি নম্বর ওয়ানে ফাঁস সত্য
রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গল্প গ🔯ল্প করতে করতে তিনি বলেন, 'তুমি হাজারটা ভালো কাজ করো, কেউ কিছু বলবে না। কিন্তু কোথাও যদি কখনও ক💃িছু ভুল বলে ফেলি সবাই ওটা নিয়েই শুরু হয়ে যাবে। ছিঁড়ে ফেলবে একেবারে।'
তিনি এরপর খানিকটা জ্ঞান বা পরামর্শ দেওয়ার সুরেই ট্রোলারদের উদ্দেশ্যে বলেন, 'সব জায়গায় ভালো মানুষ আছে। সবাই খারাপ হไয় না। ভালো মন্দ মিশিয়ে তো সব। ভালোটা নিতে হবে। মানুষ ভালো থাকলেই আমি ভালো থাকব। কিন্তু মানুষ আজকাল যে ভাষায় কুৎসা ক🀅রে সেটা আমাদের সংস্কৃতি নয়। এতে আমাদের সংস্কৃতিকে আঘাত করা হয়। আমরা বাকিদের থেকে তাঁদের ভালোটা নেব। কিন্তু নিজেদের যে সংস্কৃতি আছে সেটা নষ্ট করব না।'
দিদি নম্বর ওয়ানের বিশেষ পর্ব প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ানের রবিবার, ৩ মার্চের পর্বে খেলতে এসেছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরী। তাঁদের ♑সঙ্গে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানের সূচনা হয় দুর্গা স্তুতি দিয়ে। তারপর হয় রাজ্য সঙ্গীত। এরপর গান, গল্প, আড্ডায় এগিয়ে চলে পর্ব। মমতা বন্দ্যোপাধ্যায় আঁকেন, নাচ করেন, কবিতা পাঠ করেন। বাদ দেন না রুটি বেলতে। ডোনা গঙ্গোপাধ্যায়কে এদিন নাচতে দেখা যায়। শ্রীরাধা এবং অরুন্ধতী গান গান। এছাড়া রূপঙ্কর বাগচি, ইন্দ্রনীল সেন, অদিতি মুন্সি, অঙ্কিতা ভট্টাচার্য, প্রমুখ ছিলেন এদিনের অনুষ্ঠানে। তাঁরাও গান গেয়ে শোনান।