মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো এই বছর ৪৭ বছরে পড়ল। মুখ্যমন্ত্রী নিজেই তাঁর বাড়ির পুজোর, ঠাকুরের ছবি প্রকাশ্যে এনেছেন। একই সঙ্গে দিয়েছেন একটা বড়সড় চমক। দুর্গাপুজোর পর এবার তিনি গান লিখলেন ☂কালীপুজো নিয়ে।
কালীপুজো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গান
মমতা 🌊বন♉্দ্যোপাধ্যায় এবার কালীপুজো নিয়ে যে গান লিখেছেন সেই গানের নাম হল আলোর সাথে নিশীথ রাতে মা এসেছেন ঘরে। গানটি যে কেবল মুখ্যমন্ত্রী লিখেছেন সেটাই নয়, তিনি গানটির সুরও দিয়েছেন। গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন।
প্রসঙ্গত এই শ্যামা সঙ্গীতের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ১৫০ টি গান লিখে ফেললেন, সরকারি প্রকল্পের গান মিলে। কুণাল ঘোষের ইউটিউব চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন গানটি পোস্ট করা হয়েছ🅘ে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো
এদিন কালীপুজো উপলক্ষ্যে মমতা এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, 'আমার বাড়ির ব্রহ্মময়ীর চরণে শতকোটি প্রণাম জানাই। মায়ের স্নেহাশিসে মা - মাটি - মানুষের কল্যাণ হোক - এই প্রার্থনা আমার। ১৯৭৮ সালে প্রথম আমার মা এই পুজো শুরু করেন। এই বছর তা ৪৭ বছরে পা দিল। আমি যেন আজীবন এইভাবেই মায়ের সেবা করতে পারি - মায়ের চরণে এই কা꧙মনা আমার। সকলকে জানাই দীপাবলি এবং কালীপুজোর আগাম আন্তরিক শুভনন্দন।'
এদিন সকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীপুজোর তোড়জোড় শু💫রু হয়ে গিয়েছে। প্রতিবারই মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় বহু তারকা আসেন। বাদ যান না খেলোয়াড় থেকে শুরু করে নেতা, মন্ত্রী, আমলারা। এই বছরও তার অন্যথা হবে না। একই সঙ্গে প্রতিবারের মতোই এই বছরও নবনীড় বৃদ্ধাশ্রম থেকে সেখান🌠কার বাসিন্দাদের নিয়ে আসা হবে।