কাঞ্চন মল্লিকের বিতর্কিত মন্তব্য নিয়ে সর্বত্র💧 নিন্দার ঝড়। ক্ষমা চেয়েও পার পেলেন না তৃণমূল বিধায়ক। কেউ ক্ষমাপ্রার্থনার মধ্যেও রাজনীতির ছোঁয়া পেলেন, কেউ বললেন, ‘বড্ড কাঁচা স্ক্রিপ্ট’। কাঞ্চনকে ত্যাগ করেছেন ইন্ডাস্ট্রির অনেকেই। কেউ ছিন্ন করেছেন পেশাদার সম্প൲র্ক।
ভার্চুয়াল মাধ্যমেও কাঞ্চন মল্লিককে বর্জন করা শুরু করেছেন টলিউডের শিল্পীরা। এমনিতে বরাবরই স্পষ্ট কথার মানুষ মানসী সিনহা। ক্যামেরার ꩵসামনেই মমতা সরকারকে তুলোধনা করতে কোনওদিন ছাড়েননি ‘এটা আমাদের গল্প’ পরিচালক। এবার নিজের ফেসবুকের বন্ধু তালিকা থেকে কাঞ্চনকে পত্রপাঠ বিদায় জানালেন মানসী।&𝕴nbsp;
আর জি কর কাণ্ডের জেরে প্রতিবাদে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। আর তাঁদেরকেই ‘বেতন নেবেন? বোনাস নেবেন না?’ কটাক্ষ করে রোষের মুখে ❀কাঞ্চন মল্লিক। টলিউডের শিল্পীরা যারা প্রত🅺িবাদ জানাচ্ছেন, তাঁরা সরকারি পুরস্কার ফেরত দেবেন কিনা সে-কথাও জানতে চান কাঞ্চন। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর টনক নড়ে তারকা বিধায়কের।
মঙ্গলবার সকালে ফেসবুকে মানসী সিনহা লেখেন, 'কাঞ্চন মল্লিক এতদিন বন্ধু তালিকায় ছিলেন বলে, কাল থেকে বড়ই মুষড়ে ছিলুম। আজ চন্দন সেন এবং বিপ্লব বন্দ্যোপাধ্যায় পিঠ চাপড়ে বলে উঠলেন.. ‘হাল ছেড়ো না বন্ধু! কালকেই বন্ধু তালিকা থেকে এক ধাক্কায় বার 🅺করে দিয়েছি কাঞ্চনকে। চন্দনদা আর বিপ্লব সেই তালিকায় বর্তমান বলে, আজ ভারি গর্ব হচ্ছে…’।
কাঞ্চনের অসম্মানজনক মন্তব্যের প্রেক্ষিতে রাজ্য সরকারের তরফে দেওয়া পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেন নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন ও বিপ্লব বন্দ্যোপাধ্যায়। তাঁদে⛦রকে কুর্নিশও জানালেন মানসী। অভিনেত্রীর এই পোস্টে উপচে পড়েছে নেটিজেনদের প্রতিক্রিয়া। পিছিয়ে থাকেননি কাঞ্চনের প্রাক্তন স্ত্রীও। পিঙ্কি বন্দ্যোপাধ্যায় কমেন্ট বক্সে ‘রেসপেক্ট’ (সম্মান) লেখা ইমোজি জুড়ে দেন।
আর জি করের ঘটনা নিয়ে প্রথম দিন থেকেই সরব পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। মেয়েদের রাত দখলের দিনে ১০ বছরের ছেলের হাত ধর♕ে পথে নেমেছিলেন পিঙ্কি। কাঞ্চন মল্লিকের বিতর্কিত বক্তব্য নিয়ে সরাসরি কিছু না বললেও, জুনিয়র ডাক্তারদের লড়াইয়ে তিনি পাশে আছেন সে কথা বুঝিয়ে দিচ্ছেন প্রতি মুহূর্তে। কাঞ্চন মল্লিককে আয়না দেখিয়ে সোমবার ফেসবুকে পোস্ট করেছিলেন সুদীপ্তা। বিবেক, বুদ্ধি, শিক্ষা সব বিসর্জন দিয়েছেন কাঞ্চন- সে কথাও ওই পোস্টে স্পষ্ট করেন সুদীপ্তা। সেটিও নিজের ফেসবুকের দেওয়ালে ভাগ করে নেন পিঙ্কি।&༺nbsp;
প্রসঙ্গত, কাঞ্চনের মন্তব্🉐যের প্রেক্ষিতে🔯 ২০১৩ সালে রাজ্য সরকারের তরফে পাওয়া বিশেষ চলচ্চিত্র সম্মান ফেরাচ্ছেন সুদীপ্তা চক্রবর্তীও।