এবার রামপ্রসাদি সুরে🧸 গোটা বাংলাকে মাতাবেন অরিজিৎ সিং। কবি শ্রীজাত বন্দোপাধ্যায়ের প্রথম ছবি ‘মানবজমিন’-এ সেই গান শোনা যাবে। পরিচাল꧙ক হিসেবে কবির এটাই প্রথম ছবি। আর সেই ছবি তৃতীয় গানের টিজার এবার প্রকাশ্যে আনলেন তিনি নিজেই।
সোশ্যাল মিডিয়ায় মানবজমিনের পরবর্তী গানের টিজার প্রকাশ করে লেখেন, 'রামপ🐓্রসাদ আসছেন, জয়ের হাত ধরে, অরিজিতকে সঙ্গে নিয়ে, আমাদের মানবজমিনে।' আর শ্রীজাতর পোস্ট করা সেই ভিডিয়োতে অরিজিতের সুরেলা কণ্ঠে বেজে ওঠে, 'মন রে কৃষিকাজ জানো না...'
গানের টিজারই সকলকে মুগ্ধ করে দিয়েছে। তবে পুরো গান কবে শোনা যাবে সেটা এখনও জানা যায়নি। শ্রীজাতর পোস্ট করা এই ভিডিয়োতে অনেকেই তাঁদের মতামত জানিয়েছেন। তাঁদের💃 মধ্যে শাহানা বাজপেয়ী লেখেন, 'একজন সবধরনের গান এত ভালো কী করে গাইতে পারেন।' কবি অর্ঘ্যদীপ আচার্য লেখেন, 'অদ্ভুত গেয়েছেন।' শুধু তাঁরাই নন, বহু সাধারণ মানুষও তাঁর এই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন।
শ্রীজাতর ড✨েবিউ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, পরাণ বন্দ্যোপাধ্যায়কে। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন জয় সরকার। ইতিমধ্যেই এই ছবি প্রথম গান মুক্তি পেয়ে গিয়েছে। সেই গানটির নাম হল 'তোকে দিলে।' শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই ভালোবাসার গান সকলকে মুগ্ধ করেছে। সোমলতা আচার্য চৌধুরীর ‘শিরায় ♔ছোটে ট্রাফিক’ গানটিও গত সপ্তাহে মুক্তি পেয়েছে।
🅺ছবি নিয়েও দর্শকদের মধ্যে ধীরে ধীরে উন্মাদনার পারদ বাড়ছে। ছবির টিজার থেকে পোস্টার প্রকাশ্যে এসেছে। সৃজিত মুখোপাধ্যায়কেও এই ছবিতে দেখা যাবে।
পরিচালক শ্রীজাত জানিয়েছেন এই ছবি একটি সম্পর্কের ছবি। গল্পে উঠে আসবে সম্পর্কে থাকা মানুষগুলোর কথা। তাঁর কথায়, 'এই মানুষগুলোকে খুব কাছে থে✃কে দেখার সুযোগ হয়েছে আমার, তাই ভাবলা✅ম এঁদের নিয়েই সিনেমা বানানো যাক একটা। এভাবেই আমার সিনেমার শুরু। আমার মনে হয় এক ধরনের মানুষদের নিয়ে খুব বেশি গল্প বানানো হয়নি।'