পুজোর আগেই বাড়ির মানুষ বাড়িতে ফিরছেন। হ্যাঁ অবশেষে বাড়ি ফিরছেন বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র। আজ, রবিবারই তাঁকে ফিরিয়ে আনা হতে পারে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। শনিবারই ছুটি মিলত, কিন্তু কিছু কাজ বাඣকি থাকায় তা একদিন দেরি হয়েছে।
গত ২২শে সেপ্টেম্বর, বর্ষীয়ান অভিন♋েতার অসুস্থতা ও তাঁর হাসপাতালে ভর্তির খবর নিশ্চিত করেন মেয়ে ময়ূরী মিত্র। তিনি এক সংবাদমাধ্যমকে জানান, তাঁর বাবা খুবই অসুস্থ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাও অসুস্থ, উনি ডিমেনশিয়ার রোগী, কথা বলতে পারেন না। তাঁর কাকাও মাত্র ২০ দিন আগেই মারা গিয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে খুবই খারাপ পরিস্থিতির মধ্য়ে দিয়ে তাঁরা যাচ্ছে তাঁর পরিবার। সঙ্গে অভিনেতা-কন্যা বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর বাবার হার্ট এক্কেবারেই ঠিক করে কাজ করছে না।
আরও পড়ুন: (‘আন্দাজ 💃আপনা আপনা’-র ৩০ 💦বছর পর আবার একসঙ্গে আমির-রাজকুমার সন্তোষী!)
তাঁকে🅷 বাইপ্যাপের সাহায্যে আইসিইউ-তে রাখা হয়েছিল। শ্বাসকষ্ট জনিত সমস্যা ছাড়াও বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যাতে ভুগছিলেন তিনি। ꧙তবে এক সপ্তাহ চিকিৎসার পরে আপাতত স্থিতিশীল আছেন বর্ষীয়ান অভিনেতা। নিজের বাড়িতেই সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। চিকিৎসকদের মতে ৮৬ বছর বয়সের কোনও ব্যক্তিকে বেশি দিন হাসপাতালে রাখা ঠিক নয়, তাতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বেশি থাকে, তাই তাঁকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়। কিডনি ও হার্টের অবস্থা খুব একটা ভালো না হলেও আগের থেকে অনেকটা ভালো আছেন মনোজ বাবু। পরিবারের সকলের সঙ্গে দেখা করেছেন। কথাও বলেছেন।
হাসপাতালে ভর্তির দিন রাতেই খবর এসেছিল মনোজ মিত্রের অবস্থা আশঙ্কাজনক। তবে পরের দিন সকালে হঠাৎই রটে যায় যে মৃত্যু হ𝔍য়েছে বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতের কিংবদন্তি শিল্পীর। আর তারপরই মুখ খুললেন ভাই অমর। জানান, ‘অবস্থা সঙ্কটজনক, তবে বেঁচে আছেন’।
আরও পড়ুন: (দিদির হাত জড়িয়ে দাঁড়িয়ে আছে ছোট্ট জেহ, ইনায়ার জন্মদিনের আদুরে পোস্ট কী লিখলেন ‘মামী’ ক🦂র🌸িনা)
তাঁর ভাইকে দাদার মৃত্যুর খবর পেয়ে ফোন করা হয়েছিল সংবাদমাধ্যমের তরফে। তাতে তিনি সংবাদ প্রতিদিনকে জানান, ‘মনোজ মিত্রর মৃত্যুর খবর একেব📖ারেই ভুয়ো। ওঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তবে তিনি এখনও বেঁচে আছেন। চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন।’
প্রসঙ্গতꦍ, চলতি বছরের শুরুতেই বুকে পেসমেকার বসেছিল মনোজ মিত্রের। তারপর সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন তিনি। ওনাটকের মঞ্চে পরিচিত মুখ মনোজ তো ছিলেনই, সঙ্গে সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, তপন সিনহা, তরুণ মজুমদার, শক্তি সামন্ত, গৌতম ঘোষের মতো পরিচালকদের পরিচালনায় সিনেমাতেও কাজ করেছেন।