বড় পর্দায় পা রাখতে চলেছেন শিশুশিল্পী মেঘন চক্রবর্তী। সৌজন্যে তমাল দাশগুপ্তের ছবি ‘দয়াময়ীর কথা’র। সুনন্দা শিকদারের আত্মজীবনী ‘দয়াময়ীর কথা’ অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন খুদে মেঘন। ধারাবাহিক ‘প্রথমা কাদম্বিনী’র ছোট্ট ‘বিনি’, ‘ফেলনা’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। এরপর ‘সেই যে হলুদ পাখি’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন মেঘন। এই প্রথম বড় পর্দায় অভিনয়ের সুযোগ খুদের। মেঘন ছাড়াও 'দয়াময়ীর কথা’ ছবিতে আরও অভিনয় করছেন গৌতম হালদার, রাহুল বন্দ্যোপাধ্যায়, ঋ সেন, অলকানন্দা রায় বন্দ্যোপাধ্যায়, সুমিত সমাদ্দার প্রমুখ। ছবি প্রযোজনায় শিবপ্রসাদ প্রামাণিক।আপাতত বাবার অফিসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে মা-বাবার সঙ্গে গোয়ায় মেঘন। জানা যাচ্ছে, এপ্রিল মাস থেকে শুরু হবে তাঁর আসন্ন সিনেমার শ্যুটিং। নিজেকে বড় পর্দার জন্য প্রস্তুত করছে সে। ছবিতে বাঙাল ভাষায় কথা বলতে হবে মেঘনকে। মন দিয়ে বাঙাল ভাষা শিখছে সে। কখনও ফোনে পরিচালক কাকুর সঙ্গে কথা বলে, কখনও মা-বাবার মুখ থেকে চিত্রনাট্য, ছবির গল্প শুনে নিজের চরিত্র বোঝার চেষ্টা করছে।পাঁচের দশকের অবিভক্ত বাংলাদেশ গল্পের পটভূমিকায় তৈরি হবে ‘দয়াময়ীর কথা’। দয়াময়ীর বাড়িতে বসবাস ছিল মুসলিম যুবক মাজমের। দয়াময়ী তাঁকে ‘মাজম দাদা’ বলে ডাকত। এই চরিত্রে দেখা মিলবে রাহুল বন্দ্যোপাধ্যায়ের। ‘মোতি ভাবী’র চরিত্রে অভিনয় করছেন ঋ সেন। ছবিতে ময়মনসিংহ গীতিকা, বাংলাদেশের ভাটিয়ালি, লোকগান, ছড়ার গান শোনা যাবে। সংগীত পরিচালনায় কল্যাণ সেন বরাট।