ঋতুস্রাব লজ্জার নয়, গর্বের! বিশ্ব ঋতুকালীন সুস্বাস্থ্য দিবসে তাই নতুন উদ্যোগ নভ্যা নভেলি নন্দার। যুগ বদলেছে। সময় বদলেছে। প্রকৃতির নিয়মকে লুকিয়ে না রেখে বরং খোলামেলা ভাবে তা নিয়ে কথা বলতে শিখেছে নারীরা। এই স্বাভাবিক 𒁏নিয়মটা নিয়ে যদিও সমাজে এখনও রয়েছে সাত-সতেরো ট্যাবু। সেই ছবি পালটাতেই এই বিশেষ দিনে হাতে রং-তুলি তুলে নিয়েছেন অমিতাভ বচ্চনের নাতনি।
বিশ্ব ঋতুকালীন সুস্বাস্থ্য দিবসে দেওয়াল রাঙিয়ে নভ্যা এবং তাঁর টিমের সদস্যদের বিশেষ বার্তা। মুম্বইয়ের ঘাটকোপর ইস্ট এলাকায় দেওয়াল রাঙানোর ছবি, ভিডিয়ো নিজের সামাজিক মাধ্যমের দেওয়ালে শেয়ার করেছেন নভ্যা। ক্য়াপশনে লিখেছেন, ‘বিশ্ব ঋতুকালীন সুস্বাস্থ্য দিবসে ঋতুস্রাব নিয়ে সবাইকে সচেতন করতে চাই। তাই দেওয়ালে ম্যুরাল আঁকলাম আমরা। উদযাপন করলাম নারীর এই ক্ষমতাকে। ঋতুকালীন দিনগুলিতে আমাদের চারিপাশে মেয়েদের জন্য যেন আরও সহজ এবং সাবলীল হয়ে ওঠে। সেই আশাতেই এই কাজ করলাম।’ আরও পড়ুন: এক সেলফিতে শাহরুখ-সলমন-হৃতিক! করণের পার্ট💖ি থেকে ফাঁস ছবির আসল সত্যিটা জানেন?
ঋতুস্রাব বেশিরভাগ নারীদের জীবনের আসে স্বাভাবিক নিয়মেই। ঋতুকালীন সচেতনতার বার্তায় মুম্বইয়ের একাধিক দেওয়াল এ দিন রাঙিয়ে তুলেছেন তাঁরা। নভ্যার এই উদ্যোগকে নেটমাধ্যমে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। মেয়ের কাজে গর্বিত মা শ্বেতা বচ্চন, বন্ধু সিদ্ধান্ত চতুর্বেদী। নভ্যার পোস্টে কুর্নিশ✃ জানিয়েছেন তাঁরাও।