২০১৬ সাল। এভারেস্টের শৃঙ্গ ছোঁꦬয়ার স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুনীতা হাজরা। সঙ্গে ছিলেন ৬ পর্বত আরোহীর এটি দল। বরফের চাদরে মোড়া পাহাড়ি দুর্গম পথ, কঠিন যাত্রার গল্প। দুর্গম পর্বত জয় করতে গিয়ে, পদে পদে বিপদের সম্মুখীন হ﷽য় সকলে। এক সময় বাড়ির সকলে ধরে নিয়েছিলেন সুনীতা নেই। কিন্তু হেরে যাওয়ার মেয়ে নন তিনি। এভারেস্ট জয় করে ফিরেছিলেন সুনীতা।
এভারেস্ট জয়ী সুনীতা হাজরার গল্প এবার বড় পর্দায়। পরিচালনায় দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়। নতুন এই ছবির নাম ‘মিশন এভারেস্ট’। প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। ছবিতে এভারেস্ট জয়ী সুনীতা হাজরার ভূমিকায় অভিনয় করেছেন চান্দ্রেয়ী ঘোষ। কনকনে ঠান্ডায় একের পর এক শটে ক্যামেরার সামনে বাজিমাত করেছেন অভিনেত্রী। আরও পড়ুন: 'ইয়ে লাল ইশক', নতুন ফটোশ্যুটে ভালোবাসার রঙ ছড়াচ্ছেন সায়ন্ত-প্রিয়াঙ্কা!
এই ছবিতে আরও অভিনয় করেছেন মেঘা চৌধুরী, শান্তিলাল মুখোপাধ্যায়, দীপশঙ্কর দে, চৈতি ঘোষাল, গৌতম মুখোপাধ্যায়, তীর্থঙ্কর রায়, পৌলমী সাহা, কৌশিক কর প্রমুখ। আগামী ৩০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘মিশন এভারেস্ট’। আরও পড়ুন: একাধিক আন্তর্জাতিক পুরস্কার ঝুলিতে, নভেম্বরে সিনেমা হলে আসছে প্রসূনের ‘দোস্তজি’