বৃহস্পতিবার রাতেই ঘোষণা হয়েছে 'পদ্ম' পুরস্কার প্রাপকদের নাম। আর সেই তালিকাটা ছিল বেশ চমকপ্রদ। এই তালিকায় রয়েছে বাংলার একাধিক শিল্পীর নাম। রয়েছেন মিঠুন চক্রবর্তী, ঊষা উত্থুপ, রতন কাহার সহ আরও অনেকেই। এরমধ্যে মিঠুন চক্রবর্তী পেয়༺েছেন ‘পদ্মভূষণ’। এই পুরস্কারের কথা জানা মাত্রই অভিনেতা বলেন 'আমি ভীষণ গর্বিত এই পুরস্কার পাওয়ার༺ জন্য, ভীষণ আনন্দিতও আমি। আমি জীবনে আজ পর্যন্ত কখনও কারও থেকে কিছু চাইনি। আর কিছু না চেয়েও সব পাওয়ার পর যে আনন্দ হয় সেটা আজ উপলব্ধি করতে পারছি।'
নিজের এই ‘পদ্মভূষণ’ পুরস্কারের সম্মানকে অনুরাগীদের🗹 জন্য উৎসর্গ করেছেন মিঠুন। তাঁর কথায়, 'পুরস্কার পেয়ে দারুণ অনুভূতি হচ্ছে। আমি এই সম্মান আমার ভক্তদের, আমাদের শুভাকাঙ্ক্ষীদের উৎসর্গ করছি।' এদিকে বাবা 'পদ্ম' পুরস্কার পাওয়ায় মুখ খুলেছেন তাঁর ছেলে মিমোহ চক্রবর্তী।
আরও পড়ুন-রাহুল কোথায়?♚ শান্তিনিকেতনে আদিবাসীদের সꦅঙ্গে নাচলেন প্রিয়াঙ্কা, সঙ্গী ছেলে সহজ
মিমোহ ই-টাইমসকে বলেন, ‘এই উচ্ছ্বাস ও আনন্দের অনুভূতি বর্ণনা করার জন্য আমার কাছে কোনও শব্দ নেই। 💛গর্বের ও সম্মানের এই মুহূর্তটি অনুভব করাটাও ভীষণ সম্মানের। বাবা সত্যিই এই পুরস্কারের যোগ্য। এই সম্মানজনক পুরস্কারে বাবাকে সম্মানিত করার জন্য আমি আমাদের সরকার ও প্রতিষ্ঠানের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এই মুহূর্তে আমার মন কৃতজ্ঞতায় ভরে রয়েছে এবং আনন্দেও পূর্ণ। টাচউড।'
প্রসঙ্গত, জাতীয় পুরস্কার, সম্মান অবশ্য মিঠুন কেরিয়ারের শুরুতেই পেয়েছিলেন। ১৯৭৬ সালে মৃণ🅘াল সেনের ‘মৃগয়া’ ছবির হাত ধরে কেরিয়ার শুরু করেছিলেন মিঠুন চক্রবর্তী। কেরিয়ারের প্রথম ছবিতেই সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন মিঠুন। তারপর এতদিন পর আবারও একবার। এবার 'পদ্ম' প🔯ুরস্কারে ভূষিত হতে চলেছেন অভিনেতা।