মৃত্যুর সঙ্গে হাসপাতালের বিছানায় পাঞ্জা লড়ছেন মোনালি ঠাকুরের মা. রয়েছেন লাইফ 🌠সাপোর্টে। ম🍸াকে নিয়ে সম্প্রতি একটি আবেগঘন পোস্টও করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। তবে জানেন কি এদিন এই সব থেকে কাছের মানুষের এমন অবস্থার কথা সহ্য করেও তিনি কাজে অবিচল থেকেছিলেন! হ্যাঁ, একেবারেই তাই। আর সেই মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। মায়ের স্বাস্থ্যের এমন আপডেট পাওয়া সত্বেও ঢাকায় গিয়ে কনসার্টে গান গান। সম্পূর্ণ কনসার্ট শেষ করে তবেই তিনি দেশে ফেরেন মায়ের কাছে।
মোনালি ঠাকুরের ভিডিয়ো
এদিন বাংলাদেশের একজন ব্লগারের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্💃ছে গতকাল অর্থাৎ ১৬ মে ঢাকার একটি কনসার্টে মোনালি ঠাকুর গান গাইছেন তাঁর মায়ের স্বাস্থ্যের অবনতি হওয়ার খবর পাওয়ার পরেও। আর সেখানেই তিনি তাঁর মাকে উদ্দেশ্য করে গান গান। এই কঠিন সময়ে তিনি বেছে নেন রবীন্দ্র সঙ্গীত। মাকে উদ্দেশ্য করে গান তুমি রবে নীরবে। গাইতে গাইতে গলা বুজে আসে তাঁর। কেঁপে যায় গলা। তবুও গান থামান না তিনি।
এদিন সেই ব্যক্তি এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'মোনালি ঠাকুরের জন্য রইল অসীম শ্রদ্ধা এবং সমবেদনা। তিনি গতকাল 𝔍ঢাকার একটি কনসার্টে ছিলেন। আর সেই অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগেই জানতে করেন তাঁর মা আর নেই (যদিও এই কথা সত্য নয়)। কিন্তু তবুও তিনি তাঁর কাজ ফেলে চলে যান না। বরং শো শেষ করেন। মাকে গানে গানেই এদিন শ্রদ্ধা জানান তিনি। শো শেষ করে তিনি তারপর রওনা দেন।'
আরও পড়ুন: একটা নয়, মাথায় চারটে ঝুঁটি বেঁধে দাদা ইউভানের সঙ্গে গল্পে মশগুল ইয়ালিনি! সঙ্গ দিলেন রা𝕴জও
মায়ের জন্য কী লেখেন মোনালি?
এদিন তিনি লেখেন, ‘এই কঠিন পরিস্থিতিতে কীভাবে লড়তไে হয়, তা কেন শেখাওনি তুমি। অসহায় লাগছে, কী করব বুঝতেই পারছি না। মা তুমি শান্তিতে থেকো। কিন্তু তোমাকে ছাড়া আমার জীবনটা কেমনভাবে চলবে, কোথায় রয়ে গেলাম মা আমি। এবার কী করব? আমার মা, আমার শিকড়, আমার সব তুমি।’