অবশেষে মুক্তি পেয়েছে বহু প্রতিক্ষিত ‘আদিপুরুষ’। মুক্তির আগে এমনই ঘোষণা করেছিলেন ছবির নির্মাতারা। তাঁদের তরফে ঘোষণা করা হয়েছিল, আদিপুরুষ যে সমস্ত সিনেমাহলে মুক্তি পাবে, তার প্রত্যেকটিতে একটি করে আসন বজরংবলির জন্য রাখা থাকবে। কারণ হিসাবে বলা হয়েছিল, ‘র꧂ামের সর্বশ্রেষ্ঠ ভক্ত মানা হয় হনুমানকে। মনে করা হয় রামায়ণ মঞ্চস্থ হলে হনুমানজি দেখতে আসেন। সেই বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই বিশাল কর্মযজ্ঞ শুরু করেছিলাম। আর সেকারণেই এমন সিদ্ধান্ত।’
তবে এটা তো ছিল নির্মাতাদের ঘোষণা ও বিশ্বাস। তবে সত্য়িই বজরংবলি এসে আদিপুরুষ দেখবেন, এমনটা কেউ কখনও আশা করেছেন বলে মনে হয়না। এমন সিদ্ধান্ত নিয়ে কিছু নিন্দুকেরা হাসাহাসিও করেছিলেন। কিন্তু 'আদিপুরুষ' মুক্তির দিন এদেশেরই এক সিনেমাহলে যে﷽টা ঘটল, তাতে অনেকেই চমকে উঠলেন। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে দেখা গেল, মাল্টিপ্লেক্সে দেখানো হচ্ছে আদিপুরুষ। আর সেখানেই ঢুকে পড়েছে এক বানর। সেই বানর এসে সংরক্ষিত আসনে বসলেন না ঠিকই, তবে সিনেমাহলের উপর একটি খ♌োলা জায়গায় বসে উঁকি দিলেন। ঘটনাচক্রে পর্দায় তখন 'রাম' রূপে প্রভাসকে দেখা যাচ্ছিল। যা দেখে গোটা হল তখন উল্লাসে ফেটে পড়ল। অনেকেই 'জয় শ্রীরাম' ধ্বনি তুললেন। কেউ আবার সিটি বাজিয়ে বসলেন।
'আদিপুরুষ'দেখতে গিয়ে রক্তারক্তি কাণ্ড, হাত কেটে প্রভাসের ছবি রাঙালেন ভক্ত! ꧋শিউরে উঠল নেটপাড়া
'এত স্পর্ধা! বজরংবলীর আসনে বসেছেন কেন🦂?' সিনেমাহলেই বেজায় মার খেলেন এক দর্শক
আরও পড়ুন-প্রতি সিনে♋মাহলে একটি আসন রাখা হবে বজ💞রংবলীর জন্য, বড় ঘোষণা 'আদিপুরুষ' নির্মাতাদের