পাঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালার মৃত্যুর পরে মুক্তি পায় তাঁর গান ‘এসওয়াইএল’। অতি অল্প সময়েই প্রায় ২ কোটি ৭০ লক্ষ মানুষ শুনে ফেলেন এই গান। YouTube-এ ৩৩ লক্ষ লাইকও পায় এটি। তাও মাত্র ২ দিনে। কিন্তু আপাতত ভারতের YouTube থেকে সরিয়ে ফেলা হল গানটি।ไ কারণ 🍌কেন্দ্র সরকার একটি অভিযোগ দায়ের করেছে গানটির বিরুদ্ধে।
কী এই গানটির বিষবস্তু? কী কারণে এটি নিতে বিতর্ক? যাঁরা গানটি শুনেছেন, তাঁদের মত, এটির সঙ্গে দেশের রাজনীতির প্রত্যক্꧋ষ যোগাযোগ রয়েছে। আর সেই কারণেই কেন্দ্র সরকারের তরফে আপত্তি জানানো হয়েছে। তবে ভারতে শোনা না গেলেও অন্য দেশ থেকে শোনা যাবে গানটি। এছাড়া মুসে ওয়ালার সোশ্যাল মিডিয়াতেও গানটির ১৪ সেকেন্ডের ক্লিপ এখনও রয়ে গিয়েছে।
মুসে ওয়ালার মৃত্যুর পরে তাঁর গাওয়া গানের মধ্যে এটিই প্রথম মুক্তি পেল। Sutlej-Yamuna Link Canal (SYL) নিয়ে বিতর্ক এই গানটির বিষয়বস্তু। এতে বলা হয়েছে, সুবিচার না পেলে পাঞ্জাব তার জল কাউকে দেবে না। আনুষ্ঠানিকভাবে মুক্তির এক দিন আগেই এটি প্রকাশ হয়ে গিয়েছিল। বৃ♑হস্পতিবার রেকর্ড কোম্পানির তরফে এটি ✅প্রকাশ করা হয়।
কেন্দ্র সরকারের তরফে বলা হয়েছে, Sutlej-Yamuna Lin🌞k Canal (SYL)-এর বিষয়টি এখনও বিচারাধীন। তাছাড়া গানটির ভিডিয়োয় দেখানো কিছু দৃশ্য নিয়েও🌞 আপত্তি তোলা হয়েছে।
এর আগেও মুসে ওয়ালার গান নিয়ে নানা বিতর্ক হয়েছে। তার পরেও তাঁর পাশে থেকেছেন অনুরাগীরা। মুসে ওয়ালার মৃত্যুর পরেও বিতর্ক পিছু ছাড়েনি। SYL আবারও ফিরিয়ে আনল সেই সব বিতর্কের দিন। তাই আপাতত ভারতের YouTube-এর মতো মাধ্যম থেকে সরে☂ গেল এই গান।