২০১০ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর সেই সময় তো বটেই ধোনির বায়োপিক মুক্তি পাওয়ার পর সকলেই জেনে গিয়েছিল যে সাক্ষী ধোনি একটা সময় পর্যন্ত মহেন্দ্র সিং ধোনিকে চিনতেন না, বলাই বাহুল্য ক্রিকেটের বিষয়েও তাঁর জ্ঞান খুব একটা ছিল না। আর সেই বিষয়ে এদ♏িন একটি মজার ঘটনা প্রকাশ্যে আনলেন 'থালা'।
কী বললেন ধোনি এদিন?
এদিন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে মঞ্চে দাঁড়িয়ে ধোনি মাইক হাতে তাঁর এবং তবে স্ত্রীর বিষয়ে একটি মজার ঘটনা বলছেন। ধোনি🥃কে বলতে শোনা যায়, 'আমরা ঘরে বসে খেলা দেখছিলাম। মনে হয় ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল কোনও। সঙ্গে সাক্ষীও ছিল সেদিন। কিন্তু সাধারণত বাড়িতে আমি আর সাক্ষী ক্রিকেট নিয়ে কথা বলি না। তো সেই সময় বোলার যে বলটা দিয়েছিল ওটা ওয়াইড ছিল। কিন্তু ব্যাটসম্যান স্টেপ আউট করায় ওটা স্টাম্পড হয়ে গেছিল। আজকাল আম্পায়ারা রিভিউ নেয়, থার্ড আম্পায়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এদিকে আমার স্ত্রী শুরু হয়ে গিয়েছে যে এটা নাকি আউট নয়। এদিকে ব্যাটসম্যান হাঁটা শুরু করে দিয়েছে ফেরার জন্য। আর সেটা দেখে বলে দেখো, দেখবে ওকে এখনই ডাকবে। ওয়াইড বলে স্টাম্প হবেই না। আমি ওকে যতই বোঝাই যে ওয়াইড বলে স্টাম্প হয়, নো বলে হয় না সে কিছুতেই মানে না। বলে তুমি কিছু জানো না।'
ধোনির মুখে এই কথা শুনেই সকলে হেসে গড়িয়ে পড়েন। তবে এখানেই থামেননি তিনি। বলে যান আরও। জান✨ান, 'অবশেষে যখন ব্যাটসম্যানকে থার্ড আম্পায়ার আউট ঘোষণা করল ও বলে কিনা কিছু গড়বড় হয়েছে। কিছুতেই মানল না।' সেটা শুনে হেসে গড়িয়ে পড়েন সকলে।
আরও পড়ুন: 'ভালো চেষ্টা, আর চেষ্টা করবেন না', অঙ্কুশের গান শুনে কানে তালা নেটপাড়ার! মজা করে নি🦂জেই কী লিখলেন অভিনেতা?
আরও পড়ুন: ওরির ♕উদ্ভট পোশাক দেখে চিলচিৎকার কুকুরদের! বন্ধুর অবস্থায় হেসে কুটোপুটি জাহ্নবী - শিখর
প্রসঙ্♛গত ধোনি এবং সাক্ষীর ২০১০ সালে বিয়ে হয়। ২০২০ সাল💧ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি। তবে তিনি এখনো আইপিএল খেলছেন।