নিজের অদ্ভূত ফ্যাশন আর স্টাইলের জন্য হামেশাই চর্চায় থাকেন উরফি জাভেদ। মাঝেমধ্যে ইনস্টাগ্রামে অনান্য সেলিব্রিটিদের সঙ্গে বাকযুদ্ধেও জড়ান বিগ বস ওটিটি খ্🦩যাত উরফি। তবে দু-দিন আগে বিস্ফোরক অভিযোগ সামনে আনেন এই সোশ্যাল মিডিয়া সেনসেশন। উরফির ছবি বিকৃত করে তাঁকে লাগাতার হেনস্থা করছে এক যুবক, এমনই অভিযোগ আনেন তিনি।
২ বছর ধরে উ꧑রফির ছবি বিকৃত করে ভাবমূর্তি তৈরির চেষ্টা চালাচ্ছে, প্রকাশ্যেই হুমকি দিয়ে চলেছে- এ কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন উরফি। হেনস্থাকারীর ছবিও ফাঁস করেছিলেন নায়িকা। এরপরই নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম অবোদে আফ্রিদি (Obode Afridi)। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ইনস্টাগ্রাম স্টোরিতে উরফি নিজেও সে-কথা নিশ্চিত করেছেন। হেনস্থাকারী শ্রীঘরে যাওয়ায় স্বভাবতই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন উরফি।
উরফি লে𒁏খেন, ‘সুখবর! যে লোকটা আমাকে হেনস্থা করেছিল সে অবশেষে শ্রীঘরে। মুম্বই পুলিশকে অসংখ্য ধন্যবাদ’। এর আগে রবিবার ইনস্টাগ্রামে নিজের বেশকিছু হোয়াটসঅ্যাপ চ্য়াটের স্ক্রিনশট শেয়ার করেন উরফি, সেখানে স্পষ্টতই দেখা যায় উরফিকে ব্ল্যাকমেল করছেন মেসেজ কর্তা। শারীরিক সম্পর্কে না জড়ালে উরফির অশ্লীল ছবি ভাইরালের হুমকি দিচ্ছিল সে। গোরেগাঁও পুলিশে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি- এমনটাও জানান উরফি। হেনস্থাকারীর ছবি প্রকাশ্যে এনে উরফি বলেছিলেন পঞ্জাবি ইন𓄧্ডাস্ট্রিতে কাজ করে সে।
উরফি জাভেদ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘এই লোকটা আমাকে এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিরক্ত করছে। ২ বছর আগেও কেউ আমার ছবি বিকৃত করেছিল….। এই নিয়ে তখন আমি পুলিশের দ্বারস্থ হয়েছিলাম।খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল আমাকে তখন। আমি তা নিয়ে ২ বছর আগে একটি পোস্টও করেছিলাম যা এখনও আমার প্রোফাইলে রয়েছে। ওই ছবির বিনিময়ে ওই লোকটা আমাকে ভিডিও সেক্স করার জন্য ব্ল্যাকমেইল করছিল।𒅌 ভয় দেখিয়েছিল নইলে সে ছবিগুলো বলিউডের কিছু পেজে দিয়ে দেবে ও আমার কেরিಌয়ার শেষ করে দেবে। হ্যাঁ, সে আমাকে সাইবার ধর্ষণের (হ্যাঁ, এটাকে তাই বলে) জন্য ব্ল্যাকমেইল করছিল।’
উরফি আরও লেখেন, ‘এমন না শুধু এই লোকটার উপর আমি বিরক্ত। এর আগে গোরেগাঁও পুলিশের কাছে অভিযোগ করেছিলাম। ১৪ দিন হয়ে গেল কোনও স্টেপꦜ নেওয়া হয়নি। আমি খুব খুব আশাহত। আমি মুম্বই পুলিশের ব্যাপারে কত ভালো কথা শুনেছিলাম। কিন্তু এই লোকটার উপর তাঁদের ব্যবহার আমাকে আশ্চর্য করেছে। এটা বলার পরেও যে লোকটা এই খারাপ ব্যবহার আরও কত মানুষের সঙ্গে করেছে। তাও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।’
উরফির পোস্ট ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গ🐟েই গ্রেফতার হয়েছে অভিযুক্ত।