বর্তমানে পাকিস্তান রয়েছেন মুমতাজ। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান, গুলাম আলি এবং রাহাত ফতেহ আলি খান স🌱হ অন্যান্যদের সঙ্গে দেখা করেছেন সেই দেশে গিয়ে। শুক্রবার সেই ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। এবার পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার অনুমতি দেওয়ার পক্ষে কথা বলেছেন অভিনেত্রী। ২০১৬ সালে 𒀰উরি হামলার পর থেকে, ভারতে পাকিস্তানি শিল্পীদের পারফর্ম করার উপর অনানুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা
একসময় রমরমিয়ে কাজ করেছেন ফাওয়াদ খান থেকে মা♍হিরা🍎 খান, আলি জাফররা। তালিকায় রয়েছেন গায়ক থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের কলাকুশলীরা। কিন্তু ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে উরিতে হামলার পরই বদলে যায় চিত্র। পাক শিল্পীদের এদেশে বয়কটের ডাক দেয় ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসারস অ্যাসোসিয়েশন (আইএমপিপিএ)।
আরও পড়ুন: প্রথ𒅌মবার হিন্দিতে রেডিওꩵ সম্প্রচার শুরু কুয়েতে, প্রশংসা করলেন ভারতীয় দূতাবাস যোগাযোগ মন্ত্রক
আরও পড়ুন: ‘আগে গাছের আড়ালে..’, ভ্যানিটি ভ্যান নিয়ে এখনকার তারকাদের মাতামা🦹তি দেখে বিস্ফোরক ফারহা
পাকিস্তানি শিল্পীদের নিয়ে মন্তব্য মুমতাজের
সম্প্রতি জুমকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিবেশী দেশে পাকিস্তানি শিল্পীদের আতিথেয়তার কথা বলেছেন মুমতাজ। পাকিস্তানি গায়ক এবং অভিনেতাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে মন্তব্য করেছেন। অভিনেত্রীর ক🐻থায়, ‘ওরা আমাদের থেকে একটুও আলাদা নয়। আমি যেখানেই গিয়েছি লোকেরা আমাকে এবং আমার বোনকে ভালোবাসা এবং উপহার দিয়ে ভরিয়ে দিয়েছে। একজন শিল্পী এর চেয়ে বেশি আর কী চাইতে পারেন! ওরা আমার সমস্ত সিনেমা, সমস্ত গান শুনেছে’।
আরও পড়ুন: BFF অয়নের সঙ্গে লেন্সবন্দি রণবীর, 'রামায়ণ'-এর জন্য ধরা দিলেন একেবারে ক্লℱিন শেভ লুকে
আর কী বলেছেন
মুমতাজ যোগ করেছেন, ‘ওদেꦺর এখানে এসে কাজ করতে দেওয়া উচিত। ওরা প্রতিভাবান। আমি একমত যে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের প্রতিভার অভাব নেই। কিন্তু ✤ওদেরও সুযোগ দেওয়া উচিত’।
আরও পড়ুন: ‘অভিনেতাদের হাতে নেই..’, বড়ে মিয়াঁ ছোটে মিয়൩াঁর বক্স অফিস রিপোর্ট দেখে হত🌌াশ মানুষী
মুমতাজ সম্পর্কে
ছয় থেকে সাতের দশকের শেষ পর্যন্ত বলিউড বুঁদ হয়েছিল মুমতাজ ম্যাজিকে। রোম্যান্টিক দৃশ্যে অভিনয় হোক কিংবা সমুদ্র সৈকতে বিকিনি পরে দর্শকদের হৃদয়ে উত্তাপ বাড়ানোয়, সবেতেই দক্ষ ছিলেন এই বলি-সুন্দরী। ১৯৭২ সালে অভিনেতা-পরিচাল꧂ক ফিরোজ খানের পরিচালনায় 'অপরাধ' ছবিতে 🐼মুমতাজের বিকিনি পরা আগুনে রূপে কাৎ হয়েছিল তামাম দর্শককুল।
প্রসঙ🐷্গত,বিয়ের পর থেকেই মু💝মতাজ প্রবাসী। ফিরে আসেননি অভিনয়েও। ইন্ডাস্ট্রি থেকে বহু দূরে তিনি দিব্যি আছেন নিজের সংসার নিয়ে।