সদ্য শেষ হয়েছে ‘তুমি আশেপাশে থাকলে’র পথ চলা। শনিবারই সেট থেকে শেষদিনের শ্যুটিংয়ের ছবি পোস্ট করেন নবনীতা দাস। মাত্র ১ বছরেই থেমেছে নবনীতার এই সিরিয়ালের পথচলা। তবে শ্যুটিং শেষ হওয়ার ꧋অপেক্ষা, সঙ্গে সঙ্গেই টিকিট কেটে দার্জিলিং-উড়ে গিয়েছেন নবনীতা।
উত্তরবঙ্গের এই শৈল শহরে বেড়াতে গিয়ে সেখান থেকে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী নবনীতা দাস। ২২ জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার, দার্জিলিং-এর প্রাচীন মহাকাল মন্দিরে পুজোও দিয়েছেন নবনীতা দাস। প্রসঙ্গত, এই মন্দিরটি ১৭৮২ সালে লামা দোর্জে রিনজিং নির্মাণ করেছিলেন। সেই মন্দির থেকেই বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। পুজো দেওয়ার সময় নবনীতা পরেছিলജেন সবুজ রঙের গলাবন্ধ টি-শার্ট ও ধূসর রঙের শর্ট স্কার্ট। এই বর্ষাতে বিশাল একখানা ছাতা মাথায় দার্জিলিং-এর পথে হাঁটতে দেখা গিয়েে নবনীতাকে।
নবনীতার এই পোস্ট ঘিরে নানান মন্তব্য উঠে এসেছে। সেই সমস্ত কমেন্টে কেউ প্রশ্ন করেছেন, ‘কোথায় আছেন?’, কেউ আবার লিখেছেন, ‘হর হর মহাদেব🎀’। কেউ আবার ট্রোল করেছেন, ‘জিতু তো আর নেই, তবে কার জন্য শিবপুজো করছেন?’ কারোর কথায়, ‘শিবপুজো কার মঙ্গলকামনায়?’ কেউ আꦗবার লিখেছেন, ‘বাহ, পুজোর কী সুন্দর পোশাক! স্কার্ট পরে পুজো?’
প্রসঙ্গত, ২০২৩ এর মাঝামাঝি নিজেদের বিচ্ছেদের খবর আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেন জিতু-নবনীতা। এরপর গত বছরই শেষের 🎉দিকে তাঁদের ডিভোর্স হয়ে 🌼যায়। এতদিন পর সম্প্রতি সম্পর্কে ভাঙন নিয়ে মুখ খুলেছেন জিতু। তাঁর কথায়, 'সম্পর্ক ঠিক হয় না কখনও। সম্পর্ক হয় ভালো হয়, নইলে খারাপ। কিন্তু ঠিক হয় না। আসলে সম্পর্ক কাচের মতো। এটা সবাই জানে যে কাচ একবার ভেঙে গেলে, চিড় ধরলে শত চেষ্টা করলেও ওই ভাঙা দাগ ভেসে ওঠে। তার থেকে ভালো যে আলাদা থাকো, বন্ধু হিসেবে থাকো।'
জিতু আরও বলেছেন, 'যাঁরা যাঁরা পারছেন, ভালো আছেন ভালো থাকুন। আমার শুভেচ্ছা রইল। কিন্তু আমার অনেক বন্ধু, অভিনেতা বন্ধুদের দেখেছি ডিপ্রেশনে পড়ে। স🌸ম্পর্কের মধ্যে ভাঙাচোরা চলছে। আমার এসব🥃 হয় না। আমি যখনই ডিপ্রেসড হই তখন রাত জাগা হয়ে যায়, বই পড়া হয়ে যায়, অনেক লেখা হয়ে যায়। আঁকা হয়ে যায় অনেক কিছু।'