বৃহস্পতিবার ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করল কেন্দ্রীয় তথ্য-সম্প্রচারক মন্ত্রক। বলিউড বনাম দক্ষিণের লড়াই জমজমাট লড়াই। কে হবে সেরার সেরা সেই নিয়ে জল্পনা-কল্পনা চলেছে দিনভর। রাজামৌলির আরআরআর আগেই বিশ্ব জয় করেছে। অস্কার এনে দিয়েছে দেশকে। এই ছবিও এইবার ছিল প্রতিযোগিতায়। কিন্তু শেষ হাসি হাসলেন ‘আন্ডারডগ’ আর মাধবন। ‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট’ সকলকে💃 পিছনে ফেলে জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা ছবি নির্বাচিত হল।
সব মিলিয়ে ২৮ ভাষার ২৮০টি ছবির মধ্যে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। চলতি বার সেরা বাংলা ছবির পুরস্কার উঠল ‘কালকক্ষ’-এর হাতে। সেরা হিন্দি ছবি নির্বাচিত হয়েছে সুজিত সরকারের ‘সর্দার উধম’। কে হবেন সেরা অভিনেত্রী সেই নিয়েও আলোচনা 🍰হয়েছে বিস্তর। চার নম্বরবার সেরা অভিনেত্রীর পুরস্কার উঠবে কঙ্গনা রানাওয়াতের হাতে, এমন চর্চা ডানা মেলেছিল। তবে এই দৌড়ে কঙ্গনাকে হারিয়ে দিলেন আলিয়া এবং কৃতি। গঙ্গুবাই কাথিওয়াড়ির জন্য সেরা অভিনেত্রী আলিয়া, মিমির জন্য যৌথভাবে সেরা কৃতি শ্যানন। পুষ্পা ঝুকেগা নেহি! তা প্রমাণিত জাতীয় পুরস্কারের মঞ্চে। সেরা অভিনেতার সম্মান গেল আল্লু অর্জুনের ঝুলিতে। খালি হাতেই ফিরতে হল আরআরআর তারকাদের।
এক নজরে দেখুন সেরাদের তালিকা-
সেরা হিন্দি ছবি- সর্দার উধম (সুজিত সরকার)
সেরা বাংলা ছবি- কালকক্ষ ꦚ(শর্মিষ্ঠা মাইতি-রাজদীপ পাল)
সেরা সহ অভিনেত্রী- পল্লবী যোশী (দ্য কাশ্মীর𓂃 ফাইলস)
সেরা সহ অভিনতা- পঙ্কজ ত্রিপাঠি (মিমি)
সেরা গায়𒆙িকা- শ্🙈রেয়া ঘোষাল (মায়াভা ছায়াভা, Iravin Nizhal)
সেরা গায়ক- কাল ভৈরব (কোমুরাম ভীমুডু, RRR)
সেরা সঙ্গীত পরিচালক- দেবী শ্রী প্রসাদ (পুষ্পা)
সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (গ﷽াঙ্গুবাই কাথিয়াওꦡয়াড়ি) এবং কৃতি শ্যানন (মিমি)
সেরা অভিনেতা- আল্লু অর্জুন (পুষ্পা)
সেরা পপুলার ফিল্ম- আরআরআর (এসএস রাজামৌলি)
জাতীয় সংহতি রক্ষায় সেরা ছবি- দ্য কা🤪শ্মীর ফাইলস (বিবেক অগ্নিহোত্রী)
সেরা এডিটর- সঞ্জয় লীলা বনশালি (গঙ্গুবাই কা🅰থিয়াওয়াড়🌼ি)
সেরা পরিচালক- নিখিল মহাজন
সেরা ছবি- রকেট্রি দ্য নাম্বি এফেক্ট (আর মাধবন)
ঘোষণার ভিডিয়ো দেখুন-
সেরা ছবির পুরস্কার হাত ছাড়া হয়েছে রাজামৌলির, পাত্তা পায়নি ছবির দুই নায়ক জুনিয়র এটিআর এবং রামচরণও। তবে টেকনিক্যাল পুরস্কারে রমরমা এই ব্লকবাস্টার ছবির। সেরা অ্যাকশন ডিরেকশন, সিনেমাটোগ্রাফি ও স্পেশ্যাল এফেক্টসের পুরস্কার গিয়েছে এই ছবির ঝুলিতে। জুরি বোর্ডের তরফে জানানো হয় ২০২১ সালের ১লা জানুয়ারি থেকে ২০২১-এর ৩১ শে ডিসেম্বরের মধ্যে মুক্তিপ্রাপ্ত বা সেন্সর সার্টিফিকেট প্রাপ্ত ছবিদের মধ্যেই হয়েছে এই প্রতিযোগিতা। ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সঙ্গেই কি ২০২১-এর বিজেতাদের সম্মানিত করা হবে? প্রশ্নের জবাবে তথ্য-সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়, পৃথকভাবেই হবে দুটি সেরেমানি।🌱