বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি সম্প্রতি তাঁর ম�🎉�দ্যপানের অভ্যাস নিয়ে কথা বলেছেন এক সাক্ষাৎকারে। Unfiltered with Samdish-এ একটি কথোপকথনের সময়, অভিনেতা শেয়ার করেছেন যে, তিনি খুব কমই মদ্যপান করেন এবং কখনও মদ খেলেও সেটা 'খুব কম' পরিমাণে। তবে হোলির সময়ের একটি অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। যখন এতটা পরিমাণ পান করেছিলেন যে, প্রায় দু দিন ধরে বেহুঁশ হয়ে পড়েছিলেন।
‘আমি কখনও কখনও খাই। আর সেটাও খুব অল্প পরিমাণে। একটা পেগেই নিজের অওকাত বুঝতে পেরে যাই’, বলেন তিনি। এরপর যখন সঞ্চালক প্রথমবার মাতাল হওয়া নিয়ে প্রশ্ন করেন, তখন জবাব আসে♚ যে, প্রথমবার মদ খান তিনি এনএসডিতে (ন্যাশনাল স্কুল অফ ড্রামা) থাকাকালীন। একটি নাটকের পরে উদযাপন করছিলেন সকলে মিলে। এবং সবাই বিয়ার নিয়ে এসেছিল।
‘এর আগে আমি কখ🎐নো পান করিনি। আমি খুব নিষ্পাপ ছিলাম। আমি একটি নাটকের জন্য প্রথমবার ধূমপান করেছিলাম’, ভাগ করে নেন নওয়াজউদ্দিন।
আরও পড়ুন: নীতেশ তিওয়ারির রামায়ণে ‘রাম’ ﷺরণবীরের ‘হনুমান’ সানি দেওলই! চলছে কড়া ওয়ার্কআউট
অভিনেতা বলেন, স্বানন্দ൩ কিরকিরে হোল𒁏ির সময় একবার তাকে ঠান্ডাই পান করান। আর সেটা পান করার পর নিজেকে সামলাতে তাঁর দিন দুই লেগে গিয়েছিল। নওয়াজউদ্দিন আরও জানান যে, তিনি মদ্যপান খুব একটা উপভোগ করেন না। আর খেলেও তা শুধু হোলির সময়। তিনি আরও প্রকাশ করেছেন যে, হোলি তার প্রিয় উৎসব, কারণ তিনি পান করার সুযোগ পান। ‘আমার প্রিয় উৎসব হল হোলি। কারণ সেই সময় চুটিয়ে মদ্যপান করতে পারি।’, জানান নওয়াজউদ্দিন।
কাজের সূত্রে, নওয়াজউদ্দিন সিদ্দিকিকে এরপর দেখ যাবে সেজল শাহর নতুন ছবিতে। ছবিটির নಞাম এখনও ঠিক হয়নি। ১৯৯০-এর প্রেক্ষাপটে হয়েছে ছবিটির শ্যুটিং। এর আগে সেজলের 'সিরিয়াস মেন' 'এমি'তে মনোনীত হয়েছিল। যাতে ছিলেন নওয়াজ। এঅ সিনেমা প্রসঙ্গে অভিনেতা জানিয়েছিলেন, ‘আমি উচ্ছ্বসিত। 'সিরিয়াস মেন'-এর পর সেজলের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এই কাজটা করে আমার যেমন ভালো লাগছে, দর্শকদের দেখতেও ততটাই ভাꦕলো লাগবে, আশা করছি। ’
নওয়াজউদ্দিনকে শেষ দেখা গিয়েছে 'হাড্ডি' সিনেমায়। ছবিতে এক বৃহন্নলার চরিত্রে অভিনয় ক♊রেন নওয়াজ। দিল্লি এনসিআর, গুরগাঁও এবং নয়ডার এক অন্ধকার জগত নিয়ে এই সিনেমা। জি ফাইভে মুক্ত🐬ি পেয়েছিল এটি।