ভিগ্নেশ শিবনের সঙ্গে বিয়ে ও মাতৃত্ব নিয়ে সম্প্রতি কথা ꧒বললেন দক্ষিণের নায়িকা নয়নতারা। বিয়ের পর মেয়েদের উপর চাপিয়ে দেওয়া একাধিক নিষেধাজ্ঞাকে ‘ভুল’ বললেন তিনি। সঙ্গে প্রশ্ন তুললেন কেন বিয়ের পর মহিলাদের কাজ করার উপর প্রশ্ন তোলা হয়। আর ছেলেরা বিয়ের পরদিনই কাজে যেতে পারে নির্দিধায়! সঙ্গে তাঁর মতে বিয়ে কখনই একজ♐ন মহিলার কেরিয়ারের ‘বিরতির মুহূর্ত’ হতে পারে না।
নানুম রাওডি ধান-এর সেটে ভিগ্নেশের প্রেমে পড়েন নয়নতারা। সাত বছর প্রেমের পর ২০২২ সালের ৯ জুন বিয়ে হয় তাঁদের চেন্নাইতে। খুব কাছের বন্ধু আর আত্মীয়রা হাজির হয়েছিলেন বিয়েতে। অতিথি তালিকায় ছিলেন শাহরুখ খান, এআর রহমান, সূর্য, রজনীকান্ত। সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হন অ♑ক্টোবরে।
টিভি হোস্ট দিব্যদর্শিনীর সঙ্গে কথাপ্রসঙ্গে নয়নতারাকে বলতে শোনা যায়, ‘কেন মহিলাদের উপরে এত বাধানিষেধ? আমার মনে হয় এটা ভুল। কেন এখনও মানুষের ক�🍷�থা বলার বিষয় এটা যে মহিলারা বিয়ে করার পর কাজ করতে পারে না। ছেলেরা তো বিয়ের পরদিনই কাজে চলে যায়। বিয়ে কখনই বিরতির অঙ্গ হতে পারে না। এটা আপনাকে জীবনে পরিপূর্ণতা দেয় ও স্থায়ী করে। আর যখনই তুমি এরকম বোধ করো, তখনই তুমি আরো উন্নতি করতে চাও। আমি অন্তত যে কজন মহিলার সঙ্গে দেখা করেছি তাদের মধ্যে এই স্বভাবটা দেখেছি।’
নিজের কথা টেনে আনেন এরপর নয়নতারা। বলেন, ‘আমার জন্য কিছুই পরিবর্তন হয়নি। জীবনের একটি নতুন পর্বের সুন্দর শুরুয়াত। সাপোর্ট সিস্টেমের কারণেই আমার জীবন এত ভালো। আমি এখন আরও ভালো করে কোনও কিছু অর্জন করতে পারি, চলচ্চিত্রের নানা দিক আরও ভালোভাবে বুঝতে পারি এবং আ🎉রও অনেক কিছু করতে পারি। কোন নিয়ম থাকা উচিত নয়। বিয়ে সুন্দর। কেন আপনারা এটিকে উদযাপন করতে পারেন না?’
সারোগেসি নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন এই তারকা দম্পতি। বিয়ের চারমাসের মাধ্যমে কী করে✱ মা হলেন নয়নতারা সারোগেসির মাধ্যমে, প্রশ্ন উঠেছিল। সারোগেসি আইন অনুযায়ী, কোনও দম্পতি বিয়ের পাঁচ বছরের মধ্যে সন্তানসুখ লাভ করতে না পারলে তবেই সারোগেসি সাহায্য নিতে পারবে। এক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল,স্বমীর বয়স ২৬ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে আর স্ত্রীর বয়স ২৩ থেকে ৫০। তামিলনাডুর স্বাস্থ্যমন্ত্রীও সুব্রমনিয়ম যখন বিঘ্নেশ-নয়নতারার সারোগেসি বিষয়ে তদন্ত শুরু করেন। পরে যদ🔯িও জানান যায়, বথর ছয় আগেই আইনি বিয়ে হয়ে গিয়েছিল। পরে তামিলনাডুর স্বাস্থ্যমন্ত্রকও ক্লিনচিট দেয় তাঁদের।