আরিয়ান কাণ্♏ডে 💖চার্জশিট পেশ করতে অতিরিক্ত তিন মাস সময় চেয়েছিল কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। তবে এনসিবির সেই আবেদন খারিজ করে দিল বিশেষ এনডিপিএস আদালত। বৃহস্পতিবার মুম্বইয়ের এক এনডিপিএস কোর্ট জানিয়েছে নির্ধারিত সময়ের চেয়ে ৬০ দিন বেশি সময় ধার্য করা হল এনসিবির জন্য, সেই সময়ের মধ্যেই কোর্ডেলিয়া ক্রুজ শিপ-কাণ্ডের চার্জশিট আদালতের সামনে পেশ করতে হবে সংস্থাকে।
এদিন বিচারক ভিভি পাটিলের এজলাসে হয় মামলার শুনানি। এই মামলার সঠিক ও নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়া শেষ করে চার্জশিট পেশের জন্য গুরুত্বপূর্ণ ১৫জন সন্দেহভাজনকে এখনও জিজ্ঞাসাবাদ করা বাকি রয়েছে, এহেন কারণ দেখিয়ে অতিরিক্ত তিন মাস সময় চেয়েছিল এনসিবি। সংস্থার বিশেষ তদন্তকারী দল আদালতকে জানায়, এই মামলার মোট ১৯জন অভিযুক্তের বয়ান ইতিমধ্যেই রেকর্ড এবং পর্যালোচনা করেছে টিম। পাশাপাশি ১০জন স্🌜বাধীন সাক্ষীর সঙ্গেও কথা বলেছে তাঁরা, তবে আরও ৪জন সাক্ষীকে জেরা করতে হবে।
তদন্ত প্রক্রিয়া ধীমে তালে চলবার কারণ হিসাবে একাধিক যুক্তি দেখিয়েছে সিট। করোনার জেরে জারি প্রতিবন্ধকতা, মামলার জটিলতা, মামলার ব্যাপকতা (২০ জন অভিযুক্ত দেশের নানান প্রান্তের বাসিন্দা), বিদেশি নাগরিকদের যুক্ত থাকা, ড্রাগের হদিশ খুঁজে বার করা, ঘ𒊎টনায় যুক্ত টাকার উত্স খুঁজে বার করবার মতো কাজে সময় লাগছে বলে কোর্টকে জানিয়🐻েছে এনসিবি।
আগামী ২রা এপ্রিল এই মামলার চার্জশিট পেশের সময় বাঁধা ছিল। সব দিক বিচার করে অতিরিক্ত দু-মাস সময় দেওয়া হয়েছে সিটকে। অর্থাত্ জুন মাসের শুরুতেই আদালতে চার্জশিট জমা দিতে হবে। এনডিপিএস কোর্টকে বিশেষ তদন্তকারী দল জানিয়েছে গত ১২ই🌳 মার্চ, ১৭টি নমুনার কেমিক্যাল এক্সামিনেশন রিপোর্ট হাতে এসেছে। যা প্রমাণ করেছে অভিযুক্তদের থেকে উদ্ধার হওয়া বস্তুগুলি এনডিপিএস আইনের আওতাধীন নিষিদ্ধ মাদক।
কোর্ডিলিয়া ಞক্রুজে🅘 ঘটা ঘটনায় আরিয়ান-সহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছিল সমীর ওয়াংখেড়ের নেতৃত্বাধীন এনসিবির দল। এই মামলায় অভিযুক্ত হিসাবে নাম রয়েছে শাহরুখ পুত্রের।
২রা অক্টোবর এনসিবির হাতে আটক হওয়ার পরদিন গ্রেফতার হন আরিয়ান খান। এরপর দফায় দফায় খারিজ হয়েছিল তাঁর জামিনের আবেদন। প্রায় একমাস জেলে কাটানোর পর বম্বে হাইকোর্টের তরফে জামিনে মুক্তি পান আরিয়ান খান। এরপ😼র গত ডিসেম্বরে প্রতি সপ্তাহে এনসিবি দফতরে হাজিরা দেওয়ার হাত থেকে আরিয়ানকে রেহাই দেয় কোর্ট। তবে সাফ জানিয়ে দেন দিল্লির বিশেষ তদন্তকারী দলের যখনই প্রয়োজন হবে তখন হাজিরার জন্য ডাক পড়তে পারে আরিয়ানের।